বাংলা হান্ট ডেস্ক: ঝড়-বৃষ্টির দাপটে বেশ কিছুটা কমেছিল তাপমাত্রা। তবে এবার বুমেরাং। বুধবার একলাফে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রিরও বেশি। কেবল কলকাতাই নয়। বাংলায় একাধিক জায়গায় আজ বেড়েছে তাপমাত্রা। ওদিকে আজও পিছু ছাড়বেনা বৃষ্টি। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি হবে।
আবহাওয়া অফিস (Weather Office) জানিয়েছে আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে (South Bengal)। আজ বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। আজ অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনায়।
হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন রয়েছে। প্রতিনিয়ত তা স্থান পরিবর্তন করছে। তার থেকেই জলীয়বাস্প ছড়িয়ে বৃষ্টিপাত। তবে বৃষ্টির দাপট থাকলেও এখন আর তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ভাঙতে পারে ৩৮ ডিগ্রির গন্ডি।
শুধু তাই নয়, সপ্তাহন্তে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূম এই সমস্ত জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে। গোটা তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে।
আরও পড়ুন: ৩ হাজার কোটি টাকা পাবে বাংলার গরিব মানুষ! ভোটের আগেই বিরাট ঘোষণা মোদীর
বুধবার উত্তরবঙ্গে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার ছাড়া ওপরের বাকি পাঁচ জেলার বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। তবে গতকালের মত ওই পরিমাণে ঝড়-বৃষ্টি হবে না। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।