বাড়ছে ভারত বিদ্বেষী মনোভাব, নো ম্যানস ল্যান্ড থেকে সরছে না নেপাল

বাংলাহান্ট ডেস্কঃ ভারত (India) নেপাল (Nepal) সীমান্তের নো ম্যানস ল্যান্ডের (No man’s land) বিতর্ক আরও জোরদার হয়ে উঠছে। দুই দেশের মধ্যে আলোচনার পরও, নেপাল সরকার জমি দখল নিয়ে দ্বন্ধ জারী রেখেছে। এমনকি যেসকল ব্যক্তি এই কাজ করছে, তাদের উপর নেপাল সরকার কোন কড়া পদক্ষেপ নিচ্ছে না।

বিতর্কিত জমিটি নিয়ে শুক্রবারও সমস্যা সৃষ্টি হয়েছিল। চীন সঙ্গে পড়ে নেপালের এই ভারত বিরোধী মনোভাব টানাকপুর সংলগ্ন নেপালের ব্রহ্মদেব সীমান্ত গ্রামেও পৌঁছেছে। যার জেরেই এই নো ম্যানস ল্যান্ডের বিতর্কে জড়িয়ে পড়েছে দুই দেশ।

nepla 5

প্রথমে ওই অঞ্চলের নাগরিকরা বিতর্কিত জমিতে চারা রোপণ করেন। কিন্তু বর্তমানে তারা পিলার বসাতে উদ্যত হয়েছে। ঘটনাস্থলে এসএসবি পৌঁছায় এবং কাজ বন্ধ করতে বললে নেপালবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এমনকি তারা নেপালি নাগরিকরা এনএইচপিসি দ্বারা শারদা বেড়িবাঁধে বন্যা সুরক্ষা কাজও বন্ধ করে দেয়।

nepla 2

এই বিরোধের বিষয়ে ভারতীয় কর্তারা নেপাল আর্মড পুলিশ এসপি বীর সিং সাহুর সাথে আলোচনায় বসেন। তিনি জানিয়েছেন, উচ্চ আধিকারিকরা এবং স্থানীয় নাগরিকদের সঙ্গে বৈঠকে বসে এই সমস্যার সমাধান করা হবে। কিন্তু তা এখনও অবধি করা হয়নি। উল্টে নেপালবাসী বিতর্কিত জমিতে নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরাও বসিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর