বাংলাহান্ট ডেস্ক : বুকে বড়ই ব্যথা! তাই সপ্তম বারও সিবিআইয়ের তলব এড়ালেন অনুব্রত মণ্ডল। সদ্যই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বীরভূমের তৃণমূল সভাপতি। এরপর শনিবারই নিজাম প্যালেসে এই দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে তলব করে সিবিআই। কিন্তু সেবারও পাত্তা পাওয়া যায়নি তাঁরা। আপাতত চিনার পার্কের ফ্ল্যাটে থাকলেও এ দিনও নিজাম প্যালেস গেলেন না অনুব্রত।
গোরু পাচার এবং ভোট পরবর্তী সন্ত্রাস এই দুই মামলার তদন্ততেই অনুব্রতকে তলব করেছে সিবিআই। কিন্তু একাধিক অজুহাতে লাগাতার দুই মামলার তলবই এড়িয়ে চলেছেন তিনি। শনিবার গোরু পাচার মামলায় ষষ্ঠবারের জন্য তলব এড়িয়ে যান অনুব্রত। রবিবার ভোট পরবর্তী সন্ত্রাস মামলার তলবেও সিজিও কমপ্লেক্সে যাননি দুঁদে তৃণমূল নেতা।
সোমবার অনুব্রতর চিনার পার্কের ফ্ল্যাটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন তৃণমূল নেতার আইনজীবী সঞ্জীব দাঁ। সেখান থেকে বেরিয়ে আইনজীবী জানান, শনিবারের চেয়েও অনেক বেশি অসুস্থ অনুব্রত। সেই কারণেই আবার চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। সঞ্জীব বাবু বলেন, ‘সিবিআইয়ের কাছ থেকে নতুন কোনও মেল আসেনি। ওঁর বুকে ব্যথা প্রচণ্ড, দুটো আর্টারি ব্লকেজ, শ্বাসকষ্ট অনেক বেড়েছে, কালকের পর থেকে শরীর আরও খারাপ, সিবিআই নোটিস পাঠালে দেখা যাবে। সিবিআই এসে জিজ্ঞাসাবাদ করলে সহযোগিতা করব।’
প্রসঙ্গত উল্লেখ্য, অনুব্রতর এই বারবার তলব এড়ানো নিয়ে মুখ খুলেছেন সাংসদ অভিনেতা দেব। দেবকেও এই মামলায় নিজাম প্যালেসে তলব করেছিল সিবিআই। কিন্তু একেবারেই সময় ধরেই নিজাম প্যালেসে দেখা যায় ঘাটালের সাংসদকে। তাই অনুব্রতর এই পালিয়ে বেরানোর প্রেক্ষিতে তিনি বলেন, ‘সিবিআই ডাকা মানেই তুমি ক্রিমিনাল নও। তাঁরা বলেছিলেন আমার বয়ান রেকর্ড করবেন। যে দিন ডেকেছেন, সে দিনই গিয়েছি। আমাকে অফিসারেরাও বলেছিলেন, আমরা ভাবিনি আপনি আসবেন! কিন্তু দোষ না করলে ভয় কী? আমি তো চুরি করিনি।’