বাড়ি ফিরেও ঘরবন্দি অনুব্রত মণ্ডল, দেখা করতে যাচ্ছেন না কারও সঙ্গে

বাংলাহান্ট ডেস্ক: দেড় মাস পর ঘরে ফিরলেন অনুব্রত মণ্ডল ৷ ঘরে ফিরতেই রাজকীয় সংবর্ধনা পেলেন তিনি ৷ অনুব্রতকে কাছে পেয়ে উচ্ছ্বসিত তৃণমূলের নেতা-কর্মীরা ৷ ঘটা করে প্রিয় কেষ্ট-দাকে সংবর্ধনা দিলেন তাঁরা ৷ ফুলের পাপড়িতে ঢাকল অনুব্রত-র গাড়ি, সামনের রাস্তা ৷ তাঁর নামে উঠল জয়ধ্বনি।

শুক্রবার বীরভূম জেলায় ফিরেছেন অনুব্রত। তবে তাঁর রোজনামচায় বদল ঘটেছে। অসুস্থতার কারণে অঞ্চলভিত্তিক সম্মেলন, কর্মী সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না অনুব্রত। এমনকি তৃণমূল জেলা কার্যালয়েও আপাতত যাওয়ার কথা নেই। এক কথায় ঘরবন্দি রয়েছেন বীরভূমের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। তবে তাতে বিরত থাকছে না মানুষের আনাগোনা।

শনিবার সকাল থেকেই অনুব্রতর বাড়ির সামনে ভিড় জমতে শুরু করে। তাঁর সঙ্গে দেখা করতে যান বোলপুরের সাংসদ তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়, কেতুগ্রামের বিধায়ক শাহনাজ হোসেন। ফুলের তোড়া, মিষ্টির প্যাকেট নিয়ে হাজির হন নেতা-কর্মীরাও। দেখা করতে না পেরে আবার ফিরেও যেতে হয় অনেককে।

উল্লেখ্য, গত মাসের শুরুর দিকেই কলকাতায় আসেন অনুব্রত। যেদিন সিবিআই হাজিরার কথা ছিল তার আগের দিন রাতেই চিনার পার্কের ফ্ল্যাটে পৌঁছে যান। কিন্তু পরদিন সকালে সিবিআই হাজিরা এড়িয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। কয়েকদিন ভর্তি ছিলেন উডবার্ন ব্লকে। এরপর ছাড়া পেয়ে ফের কলকাতার ফ্ল্যাটে আসেন। গত এক মাস এখানেই ছিলেন তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর