টাকা মেরে পালিয়েছিল ভারত ছেড়ে, মেহুল চোকসির বর্তমান অবস্থা চোখ কপালে তোলার মতো

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই হিরে ব্যবসায়ী মেহুল চোকসি প্রায় ১৪ হাজার কোটি টাকা ঋণ প্রতারণার দায়ে দেশ ছেড়েছেন। মূলত, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে ঋণের নামে ১৩,৫০০ কোটি টাকা তছরুপের মামলায় মেহুলের বিরুদ্ধে তদন্তও চলছে। এদিকে, ডমিনিকা কোর্টে মেহুলের প্রত্যার্পন মামলার শুনানি চলছিল। এমনকি সেখানকার সরকার ওই ব্যবসায়ীকে ভারতের হাতে তুলে দেওয়ার পক্ষেও সওয়াল করে।

যদিও, এবার সাময়িক স্বস্তি পেলেন মেহুল। জানা গিয়েছে যে, ডমিনিকা প্রশাসন “অবৈধভাবে” সেদেশে ঢোকা নিয়ে মেহুলের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিল ইতিমধ্যেই তা বন্ধ হয়ে গিয়েছে। এদিকে, চোকসি আবার এই দাবির বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। পাশাপাশি, সেখানে তিনি জানিয়েছিলেন, ২০২১ সালের ২৩ মে অ্যান্টিগুয়ার জলি হারবার থেকে তাঁকে অপহরণ করা হয়। এমনকি, সেখান থেকেই তাঁকে নৌকায় করে ডমিনিকাতে আনা হয়েছিল বলে জানিয়েছিলেন মেহুল। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৮ সাল থেকেই অ্যান্টিগুয়াতে থাকতেন মেহুল চোকসি। পাশাপাশি সেখানকার নাগরিকত্বও পেয়েছিলেন তিনি। এছাড়াও, বারবুদার নাগরিকত্বও রয়েছে তাঁর।

এদিকে, এই ব্যবসায়ীকে হন্যে হয়ে খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। এমনকি, ভারতের ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশনকে প্রতারণার অভিযোগে সিবিআই সম্প্রতি মেহুল ও তাঁর সংস্থা গীতাঞ্জলি জেমসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। মূলত, চোকসি ও তাঁর ভাগ্নে নীরব মোদীর বিরুদ্ধে মুম্বাইয়ের ব্র্যাডি হাউস শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আধিকারিকদের ঘুষ দিয়ে প্রায় ১৩ হাজার ৫০০ কোটি টাকা ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে। এমতাবস্থায়, জামিন মঞ্জুর না হওয়ায় নীরব মোদী লন্ডনের একটি কারাগারে বন্দি রয়েছেন।

 

Mehul Choksi

অপরদিকে, ডমিনিকা আদালতে শারীরিক সমস্যার কথা জানিয়ে জামিন পাওয়ার পর গতবছর অ্যান্টিগুয়াতে উড়ে গিয়েছিলেন মেহুল। সম্প্রতি, তাঁর একটি ছবি প্রকাশিত হয়েছে যেখানে দেখা গিয়েছে যে, তিনি শারীরিকভাবে অনেকটাই অক্ষম হয়ে গিয়েছেন এবং তাঁর ওজনও আগের তুলনায় বেশ কিছুটা কমে গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর