জামিন পেলেন না কেষ্ট, কেস ডায়েরি দেখে ‘থ’ বিচারক! ‘এটা শুধু ট্রেলর’ বলে ইঙ্গিত CBI-র

বাংলাহান্ট ডেস্ক : আবারও খারিজ হলো জামিন। সংশোধনাগার থেকে মুক্তি হলো না অবুব্রতের। শুক্রবার সকালে তাঁকে আবার জেলে যাওয়ার নির্দেশ দিলো আসানসোল কোর্ট। আর সেখানেই সিবিআই-এর তৈরি তাঁর কেস ডায়েরি দেখে আকাশ থেকে পড়েছেন বিচারক।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, হতভম্ব বিচারক রাজেশ চক্রবর্তীকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন, তাঁর দীর্ঘ ২০ বছরের বিচারের অভিজ্ঞতায় তিনি এই ধরণের কেস আগে দেখেননি। যদিও কেস ডায়েরিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী লিখেছে জানা যায়নি।

তাই, বলাই বাহুল্য অনুব্রতর বন্দিদশা কাটার সময় এখনও আসেনি। অর্থাৎ ‘পিকচার আভি বাকি হ্যায় দোস্ত’। গরু পাচার মামলার তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্য বলেন, “এটা শুধু ট্রেলর, আসল সিনেমা বাকি আছে!”

তবে, জানা গিয়েছে যে ১৬ই ডিসেম্বর অনুব্রত মণ্ডলের জামিনের জন্য কলকাতা হাইকোর্টে যখন মামলা শুনানি হবে, তখন সিবিআইয়ের তরফে এই গোটা কেস ডায়রি পড়ে শোনানো হতে পারে। তবে হাইকোর্টে অনুব্রতের জামিন হবেই এই বিশ্বাস তাঁর ঘনিষ্ঠজনদের।

শুক্রবার সকালে তিনি আদালতের হাজিরা দেওয়ার আগে বীরভূম জেলার তৃণমূলের বিভিন্ন নেতা এবং কর্মীদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা, বিভিন্ন বিষয়ে আলোচনা করে নেন। এমনকি এই সময়ে বিভিন্ন সভা সমিতি করার জন্য দলীয় স্ট্যাম্প যুক্ত কিছু কাগজে তিনি সই করেন।

Anubrata 3

এদিকে, সামনেই পঞ্চায়েত ভোট, জোর কদমে চালাতে হবে প্রচার। গারদের ওপারে থাকলেও অনুব্রত যে তার ব্যবস্থা করে রাখলেন একথা স্পষ্ট। তবে এখনো জেল থেকে মুক্তি মিললো না তাঁর। ভোটের শুরুতে জামিনের ইঙ্গিত মিললেও বিশেষ জেলা আদালতের বিচারকের এদিনের মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর