ভোটের মুখে ফের ভরসা কেষ্টতেই! অনুব্রতর গড়া কমিটিতেই শিলমোহর রাজ্যের

Published on:

Published on:

Anubrata Mandal Loyalists Retain Grip on Birbhum TMC

বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমে ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) প্রভাবই স্পষ্ট। তাঁর হাতেই গড়া জেলা কমিটিতেই শিলমোহর দিল রাজ্য তৃণমূল নেতৃত্ব। রবিবার প্রকাশিত জেলা, ব্লক ও শহর কমিটির তালিকায় জ্বলজ্বল করছে অনুব্রত-ঘনিষ্ঠদের নাম। এর ফলে ফের স্পষ্ট যে বীরভূমে ‘কেষ্ট ফ্যাক্টর’ এখনও অটুট।

রাজ্যের তালিকায় খুশি অনুব্রত (Anubrata Mandal)

রাজ্য কমিটির পাঠানো তালিকা হাতে পেয়ে খুশি জেলা আহ্বায়ক অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। তিনি মন্তব্য করে বলেন, “খুব সুন্দর তালিকা হয়েছে। যা ছিল তাই রেখেছে, সবাই তৃণমূলের হয়েই কাজ করবে। কালীপুজো, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো শেষে বৈঠক করব।” অনুব্রত আরও বলেন, যুব সংগঠনে বয়সজনিত কারণে কিছু পরিবর্তন হয়েছে, তবে মূল কাঠামোয় তেমন বদল হয়নি। তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, তাঁরা যা করবেন তাই হবে।” প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন যে, ফল খারাপ হলে সংগঠনে রদবদল আসবে। যদিও, বাস্তবে সেই সিদ্ধান্ত কার্যকর হয়নি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টির মধ্যে ১০টি আসনে জয় পেয়েছিল তৃণমূল, যদিও শহরাঞ্চলে লিড পায় বিজেপি। লোকসভা নির্বাচনে সেই প্রবণতা বজায় থাকায় এবার শহর স্তরে বড়সড় রদবদল করেছে দল। রামপুরহাট শহর সভাপতি পদে সৈয়দ সিরাজ জিম্মিকে সরিয়ে আনা হয়েছে সাংসদ শতাব্দী রায়-ঘনিষ্ঠ অর্ণব গঙ্গোপাধ্যায়কে। সহ-সভাপতি হয়েছেন প্রিয়নাথ সাউ ও অনিন্দ্য সাহা। সিউড়িতে সহ-সভাপতি পদে পুরনো নেতা রমারঞ্জন চট্টোপাধ্যায় ফিরেছেন। বোলপুরে সভাপতি সুকান্ত হাজরার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন সুব্রত হাজরা ওরফে ডালিম। যুব সভাপতি হয়েছেন সৌরভ চক্রবর্তী। দুবরাজপুরে আহ্বায়ক কমিটি করা হয়েছে ৫ সদস্যের। যুব সহ-সভাপতি শেখ আনোয়ার, মহিলা সভানেত্রী নতুন মুখ রীনি দত্ত। সাঁইথিয়ার যুব সভাপতি হয়েছেন সুরঞ্জন চট্টোপাধ্যায়।

ব্লক সভাপতির পদে বড় পরিবর্তন হয়নি। ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকে সভাপতি প্রমোদ রায়কে রেখেই যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সামসুল আলম মল্লিককে। দু’জনেই অনুব্রত-ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সংখ্যালঘু ভোট মাথায় রেখেই সামসুলকে দায়িত্বে আনা হয়েছে বলে জানা গেছে। তবে সিউড়ি ২ নম্বর ব্লকে চিত্রটা আলাদা। এখানে পাল্লা ভারী কাজল শেখের। পদে রাখা হয়েছে নুরুল ইসলামকে, বাদ পড়েছেন অনুব্রত অনুগামী অশ্বিনী মণ্ডল। নুরুলের দাবি, *গত আট মাস ধরে আমার বিরুদ্ধে বোলপুর থেকে সমস্যা তৈরি করা হয়েছে, ভয়-লোভ দুটোই দেখানো হয়েছে।” রাজনৈতিক মহলের মতে, এটাই ‘ভারসাম্যের রাজনীতি’, যেখানে জেলা কমিটিতে কেষ্ট-ঘনিষ্ঠদের রাখা হলেও কিছু পদে অন্য শিবিরের প্রভাব স্পষ্ট।

Anubrata Mandal Loyalists Retain Grip on Birbhum TMC

আরও পড়ুনঃ ‘আমার হাতে ক্ষমতা থাকলে ১ ঘণ্টায় করে দিতাম’, পাথরপ্রতিমায় রাষ্ট্রপতি শাসনের দাবিতে বার্তা শুভেন্দুর

নতুন জেলা কমিটিতে সহ-সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, সাধারণ সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন হোসেন ও সুকান্ত হাজরা। সম্পাদক পদে এসেছেন রামপুরহাটের সুশান্ত মুখোপাধ্যায়। যুব সহ-সভাপতি ওয়াসিম আলি ওরফে ভিক্টর, যুব সাধারণ সম্পাদক প্রিয়ম ভাণ্ডারী, যুব সম্পাদক এমদাদুল হোসেন। তৃণমূল সূত্রে খবর, এই পরিবর্তনের মধ্য দিয়েও স্পষ্ট যে অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) প্রশাসনিক দখল এখনও অক্ষুণ্ণ। তাঁর অনুপস্থিতিতেও বীরভূমে কার্যত তাঁরই নির্দেশে চলছে সংগঠনের চাকা।