বিহারের পর এবার বাংলার রাজনীতির চর্চা তুঙ্গে পৌঁছে গেছে। পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী কে হবেন? বিধানসভা নির্বাচনে কোন পার্টি জিতবে এই নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। নির্বাচনের সময় রাষ্ট্রপতি শাসন লাগু হবে কিনা তা নিয়েও জোর তর্ক ছড়িয়েছে।
রাজনৈতিক পার্টিগুলির মধ্যে আক্রমন, পাল্টা আক্রমণও তীব্র হয়েছে।
এই প্রসঙ্গে অনুব্রত মন্ডল তার ফুলফর্মের সাথে বিজেপির উপর আক্রমণ করতে নেমে পড়েছে। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল দিলীপ ঘোষের উপর আক্রমণ করে উনাকে গোবর মাখিয়ে জলে স্নান করানোর কথা বলেছেন।
অনুব্রত মন্ডল বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তৃণমূলে আসার জন্য আহ্বান জানিয়েছেন। পরক্ষণেই দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেছেন, ও বড়ো ভয়ঙ্কর ভাইরাস, ওকে গোবর মাখিয়ে ডোবার জলে স্নান করাতে হবে। তৃণমূল নেতা বলেন, দিলীপ ঘোষের গোবর মাখার স্বভাব আছে, তাই গোবর মেখে স্যানিটাইজ হয়ে যাবে।
অনুব্রত মন্ডল বলেছেন, আমি দিলীপ ঘোষকে বলছি তুমি তৃণমূলে এসো আমদের বুথের লোক তোমাকে পার্টিতে নিয়ে নেবে। শনিবার দিন ইলামবাজারের এক সভা থেকে অনুব্রত মন্ডল দিলীপ ঘোষের উপর আক্রমন করেন। দিলীপ ঘোষ পাল্টা অনুব্রত মন্ডলের উপর আক্রমণ করেন এবং স্পিকারের ভলিউম লাগাতার কমছে বলে কটাক্ষ করে।