বাংলা হান্ট ডেস্কঃ সমস্ত অপেক্ষার অবসান। দিল্লি (Delhi) নিয়ে যাওয়া হচ্ছে গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত তৃণমূলের অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal)। জানা গিয়েছে, গতকালই কেষ্টকে নিয়ে রাজধানীর পথে পাড়ি দেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওরফে ইডি (ED)।
এদিন ‘বীরভূমের বাঘ’ এর দিল্লি যাত্রার অনুমতি দিয়েছে বিশেষ সিবিআই আদালত। বহুদিন ধরেই চলছিল তোড়জোড়। অনেকে কাঠখড় পোড়ানোর পর অবশেষে মিলল সম্মতি। নিশ্চিত হল কেষ্টর তিহাড় যাত্রা! বৃহস্পতিবার বিচারকের নির্দেশ পেয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
প্রসঙ্গত, কেষ্টকে দিল্লি যাত্রার বিষয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ আসানসোল জেলা সংশোধনাগারে জমা দিয়েছিল ইডি। এরপর আসানসোলের বিশেষ সিবিআই আদালতে এই বিষয় তুলে আবেদন করে আসানসোল জেলা সংশোধনাগার। সেই আবেদনেই আজ পড়ল শীলমোহর।
তাহলে কী এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ও গরু পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত এনামূল হকের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চলেছে ইডি? সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। কারণ গরুপাচার কাণ্ডে বর্তমানে এই দুই জনাই দিল্লিতে ইডি হেফাজতেই রয়েছেন।
বিস্তারিত আসছে……