বাংলাহান্ট ডেস্ক : সময়টা বড়ই খারাপ যাচ্ছে তাঁদের পরিবারের জন্য। এককালপর দোর্দণ্ডপ্রতাপ বাবা এখন সিবিআই (CBI) হেফাজতে। মেয়েকেও বেশ কয়েক বার হাজিরা দিতে হয়েছে সিবিআই-এর কাছে। কিন্তু কিছুতেই দিল্লি গিয়ে ইডি (ED) তদন্তকারীদের মুখোমুখি হতে চাইছেন না অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল (Suknya Mandal)।
কয়েকদিন আগেই তাঁকে দিল্লিতে ডেকে পাঠান ইডির আধিকারিকরা। এদিনই ছিল সেই দিন। কিন্তু সূত্রের খবর, ইডি-র তলব এড়িয়ে যাচ্ছেন সুকন্যা। তাঁর সম্পত্তি বিষয়ক বেশ কিছু প্রশ্নের উত্তর খুঁজছে ইডি। সূত্র মারফত জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের কন্যা তার বান্ধবীর চিকিৎসার জন্য বোলপুরের বাইরে রয়েছেন। এই কারণ দেখিয়েই এবারও ইডি হাজিরা এড়াতে চলেছেন সুকন্যা।
জানা যাচ্ছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে ইডি-র কাছে আরও কিছুটা সময় চেয়ে নেবেন সুকন্যা। প্রসঙ্গত গরু পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডি সদর দফতরে ডেকে পাঠানো হয় কেষ্টকন্যাকে। আজই তাকে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সেই হাজিরা এড়িয়ে যাচ্ছেন তিনি।
এর আগে সিবিআই তলব পেয়েও তা একাধিকবার এড়িয়ে যান সুকন্যা। বৃহস্পতিবার তিনি ইডি দফতরে হাজিরা দেন কিনা, তা দেখেই পরবর্তী পদক্ষেপ করবেন ইডি আধিকারিকরা। উল্লেখ্য, ১৮ অক্টোবর ইমেল মারফত তাঁর আয়-ব্যয়ের নথি সিবিআইকে পাঠালেও কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির মুখোমুখি হননি সুকন্যা।
কেষ্ট-কন্যার কোম্পানি এএনএম অ্যাগ্রোকেম ফুড প্রাইভেট লিমিটেডকে নোটিশ পাঠায় সিবিআই। আয়-ব্যয় সংক্রান্ত হিসেব চেয়ে সুকন্যা ও বিদ্যুৎবরণকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সিবিআই হাজিরা এড়িয়ে ইমেল মারফত হিসেব পাঠিয়ে দেন সুকন্যা। সিবিআইকে তিনি জানান, এক ঘনিষ্ঠ বন্ধুর চিকিৎসার জন্য সেই সময় রাজ্যের বাইরে ছিলেন তিনি। এবার ইডি-কেও সেই কারণই নাকি দেখাতে চলেছেন সুকন্যা।