বাংলা হান্ট ডেস্কঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) পর এবার পুলিশের জালে জড়ালেন অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডল (নিজাম উদ্দিন মণ্ডল)। গরু পাচার কাণ্ডের পাশাপাশি এবার একটি খুনের মামলায় মহম্মদ বাজার থানার পুলিশের হাতে গ্রেফতার হলেন পেশায় পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল (Tulu Mondal)।
গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসে চলেছে। বিশেষত, অনুব্রত ঘনিষ্ঠ একাধিক শিল্পপতি এবং ব্যবসায়ীদের নামে যেভাবে বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়ে চলেছে তদন্তকারী অফিসাররা, তাতে বিতর্ক আরো বহুগুনে বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, উক্ত মামলায় টুলু মণ্ডল নামে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানোর পাশাপাশি সম্প্রতি ইডির তরফ থেকে দিল্লিতে তলব করা হয় ওই ব্যবসায়ীকে। ইডির তলব মাঝে গত শনিবার দিল্লিতে পৌঁছে যান টুলু মণ্ডল আর সেখান থেকে ফিরতেই এবার পুলিশের জালে জড়ালেন তিনি।
প্রসঙ্গত, প্রথমে খাদান কর্মী হিসেবে কর্মরত ছিলেন নিজাম উদ্দিন মণ্ডল (টুলু)। পরবর্তীতে মাত্র কয়েকদিনের মধ্যেই ধীরে ধীরে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হতে শুরু করেন তিনি। এক্ষেত্রে অনুব্রত ঘনিষ্ঠ হওয়ার পর থেকেই তাঁর এই প্রভাব বৃদ্ধি বলে অভিযোগ। বর্তমানে শিল্পপতি হওয়ার পাশাপাশি পেট্রোল পাম্প এবং পাথর খাদানসহ বিপুল পরিমাণ সম্পত্তি এবং ব্যবসা রয়েছে অনুব্রত ঘনিষ্ঠ টুলু মণ্ডলের।
কি কারণে টুলু মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ? সূত্রের খবর, কয়েক মাস পূর্বে মহম্মদ বাজারের একটি অশান্তির ঘটনা ঘটে, যেখানে অভিযুক্তদের তালিকায় নাম ছিল টুলু-র। সেই ঘটনায় একজনের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সর্বত্র আর এবার এই মামলায় গ্রেফতার হলেন অনুব্রত ঘনিষ্ঠ ব্যাবসায়ী। এদিন আদালতে তোলা হয় টুলু মণ্ডলকে। পরবর্তীতে অভিযুক্ত ব্যবসায়ীকে চার দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।