ত্রিপুরায় গিয়ে কর্নার থেকে গোল দেব, বিপ্লব দেবকে চ্যালেঞ্জ জানিয়ে ঘোষণা অনুব্রতর

বাংলা হান্ট ডেস্কঃ বাংলা জয়ের পর ত্রিপুরাকেই পাখির চোখ করে রেখেছে তৃণমূল। আর সেই সূত্রেই রোজই তৃণমূলের কোনও না কোনও নেতা ত্রিপুরায় গিয়ে সংগঠন মজবুত করার কাজ করছেন। তবে, সেখানে গিয়ে তাঁদের বিক্ষোভের মুখেও পড়তে হচ্ছে। নিচুতলার কর্মী থেকে শুরু করে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও পড়তে হয়েছে বিক্ষোভের মুখে।

আর এবার ত্রিপুরার বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে আগরতলা যাচ্ছেন অনুব্রত মণ্ডল। বিপ্লব দেবের রাজ্যে তৃণমূলের ঝড় তুলতেই ওনার এই সফর। নিজের ত্রিপুরা সফরের কথা নিজেই জানান কেষ্ট। তিনি বলেন, এবার ছক পাল্টে খেলা হবে। আর রেফারি হব না। এবার  খেলতে যাব ত্রিপুরায় কর্নার থেকে গোলও দেব।

রবিবার মঙ্গলকোটে তৃণমূলের একটি অনুষ্ঠানে যোগ দেন অনুব্রত। এদিন ওনার হাত ধরে বহু বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। তাঁদের তৃণমূলে স্বাগত জানিয়ে দলীয় পতাকা হাতে তুলে দেন খোদ অনুব্রত। আর এরপরেই তিনি ত্রিপুরা যাওয়ার কথা জানান। তবে তিনি ঠিক কবে যাচ্ছেন, তা জানা যায়নি।

উল্লেখ্য, ত্রিপুরা নিয়ে তৃণমূল ঘুঁটি সাজাতে ব্যস্ত। আগামী দিনে আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বিশাল পদযাত্রার আয়োজন করা হয়েছে। জানা যাচ্ছে যে, অভিষেকের ওই পদযাত্রায় বিজেপির কয়েকজন বিদ্রোহী বিধায়ক অংশ নিতে পারেন এবং তাঁরা আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দিতে পারেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর