বাংলা হান্ট ডেস্কঃ প্রকাশিত হয়েছে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের খসড়া ভোটার তালিকা। প্রশাসনিক স্তরের পাশাপাশি রাজনৈতিক মহলেও এই তালিকা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। আলাদা করে নাম বাদের খসড়া তালিকাও প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বীরভূম জেলায় এই তালিকা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
বীরভূমে কত নাম বাদ?
হাতে তালিকা নিয়ে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জানান, বীরভূম জেলায় প্রায় ১ লক্ষ ১৭ হাজার ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তবে তাঁর দাবি, এই বিপুল সংখ্যার মধ্যে সিংহভাগই মৃত ভোটার। পাশাপাশি কাজের সূত্রে বহু মানুষ অন্য জায়গায় চলে যাওয়ায় তাঁদের নামও তালিকা থেকে বাদ গিয়েছে।
প্রতিটি পৌরসভায় একই ছবি
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বক্তব্য, বীরভূম জেলার প্রতিটি পৌরসভার প্রায় সব ওয়ার্ডেই কমবেশি মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে। যেসব নাম বাদ পড়েছে, তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকায় ছিল না। ফলে নতুন করে কোনও বড় পরিবর্তন হয়েছে বলে তিনি মনে করছেন না।
প্রভাব পড়বে না নির্বাচনে
ভোটার তালিকা থেকে এত সংখ্যক নাম বাদ পড়ায় নির্বাচনে প্রভাব পড়বে কি না এই প্রশ্নে অনুব্রত মণ্ডলের সাফ বলেন, “কোনও চান্সই নেই।” তিনি দাবি জানিয়ে বলেন, এই বাদ পড়া নামগুলি ভোটের অঙ্কে কোনও বড় ফারাক তৈরি করবে না।
নিজের ওয়ার্ডের হিসাব দিলেন অনুব্রত (Anubrata Mondal)
নিজের অভিজ্ঞতা তুলে ধরে অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) জানান, তাঁর ওয়ার্ডে ৬’টি বুথ মিলিয়ে ১৭৬ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তিনি জানান, বীরভূমের সব ওয়ার্ডেই কমবেশি একই ছবি দেখা যাচ্ছে।

আরও পড়ুনঃ ‘কেন্দ্রকে ছাড়পত্র দিতেই হবে’, রোজভ্যালি-কাণ্ডে কড়া নির্দেশ হাই কোর্টের
রাজ্যজুড়ে কত নাম বাদ?
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গোটা রাজ্য জুড়ে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম। অনেক জেলাতেই প্রায় ২ লক্ষের কাছাকাছি ভোটারের নাম বাদ গিয়েছে। এদিকে ২০০২ সালের সঙ্গে ম্যাপিং না হওয়ায় রাজ্যের এক বড় অংশের ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। এর মধ্যে অনুব্রতর (Anubrata Mondal) জায়গা বীরভূম জেলা থেকে ৬৩ হাজার ৫০২ জন ভোটার হিয়ারিংয়ের ডাক পেতে চলেছেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।












