ফের রাজনীতিতে সক্রিয় অনুব্রত! ,’পাড়া সমাধান’ কর্মসূচিতে যোগ দিয়ে বললেন….

Published on:

Published on:

Anubrata Mondal is active in politics again

বাংলা হান্ট ডেস্কঃ বহুদিন পর আবার জেলার রাজনীতির ময়দানে নিজস্ব ছন্দে ফিরছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ওরফে কেষ্ট। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক করার পর থেকেই ফের সক্রিয় হয়ে উঠেছেন তিনি। শনিবার তাঁকে দেখা গেল সরকারি কর্মসূচিতে। মুখ্যমন্ত্রী ঘোষিত ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে এদিন যোগ দেন অনুব্রত (Anubrata Mondal)। তিনি বর্তমানে রাজ্য গ্রামোন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের পদে রয়েছেন।

শিবিরে হাজির অনুব্রত (Anubrata Mondal), সরাসরি শুনলেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ

শনিবার থেকেই বীরভূমে শুরু হয়েছে নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। পাড়ায় পাড়ায় গিয়ে নিকাশি সমস্যা, আলো, জল, রাস্তা, বাজার, স্কুল-অঙ্গনওয়াড়ি-শৌচাগারের মতো ছোট কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যা চিহ্নিত করা ও সমাধান করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বোলপুরের ১৫ নম্বর ওয়ার্ডের টাউন লাইব্রেরি চত্বরে আয়োজিত শিবিরে হাজির ছিলেন অনুব্রত মণ্ডল, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মহকুমাশাসক, পুরসভার চেয়ারম্যান-সহ একাধিক প্রশাসনিক কর্তা।

শিবিরে উপস্থিত সাধারণ মানুষের মুখে অভাব-অভিযোগ শুনে অনুব্রত (Anubrata Mondal) আশ্বাস দেন দ্রুততার সঙ্গে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “এই প্রকল্পটা খুবই ভাল। মানুষ যা যা বলেছেন, আমরা সব লিখে নিয়েছি। কাজ হবেই। আমি নিজেও নজর রাখব। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।”

দলের আঙিনা থেকে ফের রাজনীতির কেন্দ্রে কেষ্ট (Anubrata Mondal)

দীর্ঘদিন ধরে তৃণমূলের জেলা সভাপতি পদে থাকার পর অনুব্রতকে (Anubrata Mondal) সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। কোর কমিটির সাধারণ সদস্য হিসেবে কাজ করছিলেন তিনি। তার মধ্যেই বোলপুর থানার আইসিকে অশালীন মন্তব্যের অভিযোগে দল তাঁকে ক্ষমাও চাইতে বলে। ধর্মতলার শহিদ দিবসের সভায় তাঁর অনুপস্থিতি ঘিরে দলীয় মহলে নানা জল্পনা তৈরি হয়।

Anubrata Mondal is active in politics again

আরও পড়ুনঃ ‘ঝামা দিয়ে ঘষতে হয়েছে’, বাইপাস যানজটে আটকে থাকার পর ঠিক কি বললেন ফিরহাদ হাকিম?

তবে সেই ধাক্কার পরেই বীরভূমে মুখ্যমন্ত্রীর সফর এবং অনুব্রতের সঙ্গে একান্ত বৈঠক পরিস্থিতি পাল্টে দেয়। পরে তাঁকে কোর কমিটির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়। আর তার পর থেকেই ফের বীরভূমে রাজনৈতিক ময়দানে দৃশ্যমান হচ্ছেন কেষ্ট (Anubrata Mondal)। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচিতে তাঁর সক্রিয় উপস্থিতি যেন সেই প্রত্যাবর্তনকেই আরও জোরাল করল।