অক্সিজেনের অভাবে শ্বাসকষ্ট, হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রত মণ্ডলকে

বাংলাহান্ট ডেস্ক : সিবিআই (CBI) হেফাজতের প্রথম দিনেই অসুস্থ হয়ে পড়লেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এই মুহুর্তে তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর কমান্ড হাসপাতালে। সেখানে অনুব্রতর স্বাস্থ্যপরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে। এদিন দুপুরে নিজাম প্যালেসে থাকাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল। সঙ্গে সঙ্গে অক্সিজেনও দেওয়া হয় তাঁকে। তার পরই কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দুপুরেই সেখানে নিয়ে যাওয়া হচ্ছে অনুব্রতকে।

বৃহস্পতিবার গরু পাচারকাণ্ডে গ্রেফতার করা হয় বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে। তাঁকে এই মামলায় দশ বার তলব করে সিবিআই। এর মধ্যে তিনি হাজিরা দেন মাত্র এক বার। জানা যাচ্ছে, কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অনুব্রত। বৃহস্পতিবার গভীর রাতে অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। শুক্রবার তাঁকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে কমান্ড হাসপাতালে। গরু পাচারকাণ্ডে বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। সূত্রে খবর অনুব্রত মণ্ডলকে সিবিআই অফিসের DO বিভাগে রাখা হয়ছে।

বৃহস্পতিবার রাতে তাঁকে শোয়ার জন্য একটি খাট এবং কম্বল দেওয়া হয়। রাতে শুধু অল্প মুড়ি খেয়েছিলেন এই তৃণমূল নেতা। এছাড়াও সকালে চিনি ছাড়া লিকার চা এবং দুটি বিস্কুটেই প্রাতঃরাশ সেরেছেন তিনি। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে শ্বাসকষ্টের সমস্যায় ভুগেছিলেন অনুব্রত মণ্ডল। এমনকী তাঁকে রাতের বেলা অক্সিজেনও দিতে হয় বলেও জানা গিয়েছে। এখন কেমন রয়েছেন এই নেতা? তাঁর শারীরিক আর কোনও সমস্যা রয়েছে কিনা, তা জানার জন্য সার্বিক একটি স্বাস্থ্য পরীক্ষা করাতে অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হচ্ছে কমান্ড হাসপাতালে।

আগেই আসানসোলের বিশেষ আদালত বৃহস্পতিবার নির্দেশ দেয়, ৪৮ ঘণ্টা পর পর আলিপুর কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করা হবে কেষ্ট মণ্ডলের।সিবিআইয়ের আসানসোল বিশেষ আদালতের পক্ষ থেকে সেনা হাসপাতালের কার্ডিওলজির এমডি, এমডি মেডিসিন এবং এমএসকে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করারও নির্দেশ দেয়। সিবিআই হেফাজতে থাকাকালীন অনুব্রতর সঙ্গে দেখা করতে পারবেন শুধুমাত্র তাঁর দুই আইনজীবী।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর