বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, এসএসসি(SSC) দুর্নীতি মামলায় ইডির (ED) হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এর মাঝেই চাকরি দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতাদের আর সেই ধারা বজায় রেখে দুদিন আগেই নিজাম প্যালেসে সিবিআই (CBI) অফিসে হাজিরার জন্য তলব করা হয় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলকে। তবে সূত্রের খবর, আগামীকাল সিবিআই অফিসে হাজির থাকবেন না বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। ইতিমধ্যেই সিবিআইয়ের কাছে এই সংক্রান্ত একটি মেইল পৌঁছে গিয়েছে বলে খবর।
আবার অপরদিকে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রতর আইনজীবীর তরফ থেকে মিলছে অন্য খবর। তাঁর দাবি, “আগামীকাল এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে চলেছেন তৃণমূল কংগ্রেস নেতা।” এদিন কেষ্টর আইনজীবী জানান, “অনুব্রত মণ্ডল এসএসকেএম হাসপাতালে ভর্তি হতে পারেন। বেশ কয়েকদিন ধরেই উনি অসুস্থ রয়েছেন।”
উল্লেখ্য, গতবার সিবিআই তলব মাঝে কলকাতায় এসে পৌঁছালেও অবশেষে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন অনুব্রত। পরবর্তীতে এক মাসের কাছাকাছি সময় ধরে চিকিৎসাধীন থাকেন তিনি। পরবর্তীতে কেষ্টর চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে একটি মেডিকেল বোর্ড পর্যন্ত গঠন করা হয়। সেই সূত্র ধরেই এদিন তৃণমূল নেতার আইনজীবী জানান, “বর্তমানে এসএসকেএম হাসপাতালে নির্মিত মেডিকেল বোর্ড দ্বারা চিকিৎসা চলছে দাদার। সেই কারণে আগামীকাল হাসপাতালে যেতে হবে তাঁকে। সিবিআই সেটা জানতো না বলেই হয়তো তলব করেছে।”
প্রসঙ্গত, সাম্প্রতিককালে যেভাবে একের পর এক তৃণমূল নেতাকে জেরার জন্য তলব করে চলেছে কেন্দ্রীয় এজেন্সিগুলি, তাতে অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে শাসকদলের। কয়েকদিন পূর্বেই এসএসসি মামলায় ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। এক্ষেত্রে অনুব্রত মণ্ডল এবং সিবিআই-এর মাঝে ‘সুসম্পর্ক’ অবশ্য বহুদিনের! এর আগেও একাধিকবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ধারা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় অনুব্রতকে। কয়েকবার সেই জেরার মুখোমুখি হলেও বেশিরভাগ সময়ই হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা।
তবে বর্তমানে অনুব্রত মণ্ডলের চাপ যে ক্রমশ বেড়ে চলেছে, তা এক প্রকার নিশ্চিত। অতীতে অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। এছাড়াও বীরভূমে অনুব্রতর ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেয় ইডি। সূত্রের খবর, বর্তমানে সায়গল হোসেনের কাছ থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতেই অনুব্রতকে হাজিরার নির্দেশ দেয় সিবিআই। তবে শেষ পর্যন্ত কবে নাগাদ নিজাম প্যালেসে পৌঁছান অনুব্রত, সেদিকে তাকিয়ে বাংলা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা