মমতা ব্যানার্জী না থাকলে বাংলায় অন্ধকার নেমে আসবে, বিজেপিকে তাড়ান: অনুব্রত মন্ডল

Published On:

নিজের মন্তব্যের জন্য মিডিয়ার শিরোনামে এবং সোশ্যাল মিডিয়ার চর্চায় প্রায়শই জায়গা করে নেন তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এখন বাংলার রাজনীতি নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন লাগাতার তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্বের উপর নেতাদের মন্তব্য সামনে আসছে।

আউশগ্রামের জনসভা থেকে সোমবার দিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমন করেন অনুব্রত মন্ডল। অনুব্রত মন্ডল বলেন, মমতা ব্যানার্জী না থাকলেও বাংলায় অন্ধকার নেমে আসবে। আমরা কেউ বাংলার ক্ষতি চাই না।

অনুব্রত মন্ডল বলেন, ‘বিজেপিকে তাড়ান, ঠেঙিয়ে পগার পার করে দিন। জানবেন মমতা ব্যানার্জী আপনাদের সঙ্গে আছে, উন্নয়ন আছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেইমান বলেও আক্রমন করেন অনুব্রত মন্ডল। অনুব্রত মন্ডল বলেন, আপনাদের ভুল বোঝানোর চেষ্টা করা হবে। তবে ফাঁদে পা দেবেন, মমতা ব্যানার্জীর হাত ছাড়বেন না।”

অনুব্রত মন্ডল বলেছেন, মমতা ব্যানার্জীকে হিংসা করেন নরেন্দ্র মোদী। বিজেপি কৃষকদের জন্য কিছু করেনি, বাংলার জন্য কিছু করেনি।

X