বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েক মাস ধরে মধ্যবিত্তের সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সোনার লাগামহীন মূল্যবৃদ্ধি। দিন যত গড়িয়েছে, ততই সোনার দাম বেড়েছে। লাখের গণ্ডি ছুঁয়ে ফেলেছে, যা রাজনৈতিক নেতাদেরও চিন্তায় ফেলেছে। কালীপুজোর সময় সোনার দাম নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।
এবারে অনুব্রতর (Anubrata Mondal) পুজোয় ব্যবহার করা হয়েছে ৬০০ ভরি সোনা
কিছুদিন আগে বোলপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে মহাসমারোহে অনুষ্ঠিত হয় কালীপুজো। দীর্ঘদিন ধরে এই পুজোকে কার্যত কেষ্টর (Anubrata Mondal) পুজো বলা হয় এবং এই পুজো উপলক্ষে পুরো জেলায় মানুষের ব্যাপক ঢল নামে। কালী প্রতিমা সোনার সাজে সেজে ওঠে। সূত্রের খবর, শুধু এবারই প্রতিমার সাজে ব্যবহার করা হয়েছে প্রায় ৬০০ ভরি সোনা।
পুজোর আবহেই সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) দীর্ঘদিনের স্মৃতি তুলে ধরেন বলেন, “১২ বছর বয়স থেকে আমি কালী মায়ের ভক্ত। এই পুজোটার বয়সও হয়ে গিয়েছে প্রায় ৪৬ বছর। পার্টির ছেলেরা প্রতিমা নিয়ে আসে। মায়ের কাছে আমি সবার ভাল চেয়েছি।”
কালীর সাজ নিয়ে তিনি আরও বলেন যে, “মা কোনওদিন টিনের গয়না পরেছেন কিনা আমি জানি না। মা তো নিজের গয়না নিজেই তৈরি করেন। প্রতি বছর যাঁদের মানত থাকে তাঁরা মাকে গয়না দেন। এবার কম করে ১০ থেকে ১২ ভরি। সোনার দাম এখন তো অনেক, প্রায় ১ লক্ষ ২০ হাজার।”

এই তথ্য শোনার পর সাংবাদিকরা জানান, দাম আরও বেড়েছে এবং ১ লাখ ২৫ থেকে ৩০ হাজারের গণ্ডি ছুঁয়েছে। তা শুনে অনুব্রত (Anubrata Mondal) রীতিমতো হতবাক হয়ে গিয়ে বলেন, “কী বলছ! ১ লাখ ৩০ হাজারে এক ভরি সোনা!” সেই মুহূর্তে অনুব্রতর চোখ মুখ কিছুটা অবাক হওয়ার মত ছিল। উল্লেখ্য, উৎসবের মরসুম কিছুটা ফিকে হতেই বর্তমানে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ১ লক্ষ ২৫ হাজার ৭০ টাকায়।













