বাংলা হান্ট ডেস্কঃ ফের দিল্লিতে (Delhi) ইডি(ED) দফতরে হাজিরা এড়ালেন কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল (Sukanya Mondal)। এবারেও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের দফতরে গেলেন না অনুব্রত কন্যা। সূত্রের খবর, ইডি-কে চিঠি দিয়ে শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন সুকন্যা। এও বলেছেন তার নাকি চিকিৎসা চলছে। প্রসঙ্গত, প্রথমবার নয় এই নিয়ে পরপর ৩ বার অসুস্থতার কারণ দেখিয়ে ইডি-র কাছে হাজিরা এড়ালেন সুকন্যা। যা শুনে এবারে হতবাক ইডিও।
প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে বর্তমানে তিহাড়বন্দি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গতবছর কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে আসানসোল জেলেই বেশিরভাগ সময় কেটেছে তার। তবে গতমাসে জিজ্ঞাসাবাদের জন্য বাংলারসীমানা পেরিয়ে কেষ্টকে নিয়ে দিল্লি পাড়ি দিয়েছে ইডি।
কেষ্টকে দিল্লিতে নিয়ে যাওয়ার পরই ইডির তদন্তে উঠে এসেছে অনুব্রতর বিপুল সম্পত্তির খোঁজ।
বাবা এবং মেয়েকে মুখোমুখি বসিয়ে সেই সম্পত্তির উৎস কি সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা ছিল ইডির। প্রসঙ্গত, গরু পাচারকাণ্ডে এর আগেও সুকন্যাকে দিল্লিতে তলব করেছিল ইডি। কিন্তু শরীরের দোহাই দিয়ে বারবার সেই হাজিরা এড়িয়ে জানেন সুকন্যা।
আজ অর্থাৎ বুধবার সুকন্যাকে তলব করেছিল ইডি। কিন্তু হাজিরা দেওয়ার পরিবর্তে এক মেল করেছেন সুকন্যা। অসুস্থতার কারণ দেখিয়ে এদিন তিনি দিল্লিতে হাজির হননি। মেল করে সুকন্যা জানিয়েছেন, শরীর খারাপ এবং পূর্বনির্ধারিত কাজ থাকার কারণে হাজিরা দিতে পারছেন না। আর প্রতিবারের মতো এবারেও ইডির কাছে ফের সময় চেয়েছেন তিনি।
উল্লেখ্য, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার পরই তার ঘনিষ্ঠ ১২ জনকে রাজধানীরে তলব করেছিল ইডি। অভিযুক্ত কেষ্টর মুখোমুখি বসিয়ে তাদের জেরা করা হবে বলেও জানা যায়। ইডির নির্দেশ মতো ইডি দফতরে হাজিরা দিয়ে তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার হন অনুব্রতর হিসাব রক্ষক মণীশ কোঠারি। এরপরেই সুকন্যাকে তলব করা হয়। পাশাপাশি তার গাড়ির চালক তুফান মিদ্দা, যুব তৃণমূল নেতা কৃপাময় ঘোষকেও দিল্লিতে তলব করেছে ইডি।