ফের চেনা মেজাজে অনুব্রত, পা ভেঙে দেওয়ার হুমকি দিলেন তিনি!

Published On:

 

বাংলা হান্ট ডেস্ক ঃ লোকসভা ভোটের ফলাফলের পর খুব একটা প্রকাশ্যে দেখতে পাওয়া যায়নি অনুব্রত মণ্ডল কে। শুধুমাত্র কালীঘাটে ডাকা মমতা ব্যানার্জির দলীয় বৈঠক ছাড়া কোথাও দেখতে পাওয়া যায়নি অনুব্রত মণ্ডল কে।তবে ফলাফলের এতদিন পর ফের কেষ্ট কে দেখা গেল নিজের চেনা মেজাজে।

গতকাল তৃণমূলের ধিক্কার সমাবেশে অনুব্রত মণ্ডল বলেন, “আমি ভয় পাই না। কেউ ঝামেলা করতে চাইলে, মস্তানি করতে চাইলে আমি রাজি আছি।

ছড়ি দেখালে আমিও ডান্ডা দেখাবো। আপনি বাড়ি মারলে, আমরা পা ভেঙে দেব। যা করবেন আমরা তার চারগুন করব।”

X