পকেটে কি নিয়ে ঘুরতেন অনুব্রত? আদালতে বিরাট দাবি CBI-র! চমকে উঠলেন বিচারপতি

বাংলা হান্ট ডেস্কঃ অস্বস্তি বাড়ল ‘বীরভূমের বাঘ’ এর! গরু পাচার মামলায় (Cow Smuggling Case) ফের অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে (Supreme Court)। মঙ্গলবার মামলার শুনানিটে আদালত জানিয়েছে, চার্জ গঠনের আগে গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) জামিনের শুনানি হবে না।

সূত্রের খবর, মামলার পরবর্তী শুনানি আগামী বছর ২২ জানুয়ারি। অর্থাৎ এই বছরও দিল্লিতে তিহাড় জেলেই কাটবে প্রাক্তন বীরভূম জেলা তৃণমূল সভাপতির। এদিন শীর্ষ আদালতে অনুব্রত জামিনের আর্জির তীব্র বিরোধীতা করেন সিবিআইয়ের আইনজীবী অ্যাডিশনার সলিসিটার জেনারেল এসভি রাজু। কেষ্টর ফের উঠে আসে ‘প্রভাবশালী’ তত্ত্ব খাড়া করে সিবিআই।

আদালতে তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, “শাসকদলের ক্ষমতাকে ব্যবহার করে জেলার রাজার মতোন থাকতেন অনুব্রত। পুলিশ ওর পকেটে থাকত। এমনকী, বীরভূমের পুলিশ অফিসারদের পোস্টিংও উনি ঠিক করেন।”

আরও পড়ুন: ‘বান্ধবীর বাড়ির কাছে পোস্টিংও চাইলে…’, প্রাথমিক শিক্ষা সংসদকে তুলোধনা বিচারপতি মান্থার

অ্যাডিশনার সলিসিটার জেনারেল আরও বলেন, ” মামলার প্রত্যক্ষদর্শীদের ভয় দেখিয়েছেন অনুব্রত। সিবিআই কে ঠেকাতে মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি আদালতের বিশেষ বিচারককে হুমকি চিঠিও দেওয়া হয়েছিল।”

02 06 2022 anubrata mondal 22767882

অন্যদিকে এনামুল হকের জামিনের প্রসঙ্গ তুলে পাল্টা সওয়াল করেন অনুব্রতর আইনজীবী মুকুল রোহতগি। যদিও তা কোনও কাজে আসেনি। দুপক্ষের সওয়াল জবাব শেষে তদন্ত কোন পর্যায় রয়েছে, তা জানতে চায় আদালত। বিচারপতির প্রশ্নে সিবিআই এর আইনজীবী জানান, ৫টি চার্জশিট জমা পড়েছে। তবে ট্রায়াল এখনও শুরু হয়নি। সব শুনে বিচারপতি বলেন, আগে চার্জ গঠন হোক তারপর জামিন এর বিষয়ে ভাবা হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর