বাংলাহান্ট ডেস্ক : দ্বাপরে কৃষ্ণ লীলা, আর কলিতে কেষ্ট লীলা। গত সোমবার থেকে কেষ্ট যা খেল দেখাচ্ছেন, তাকে লীলা ছাড়া আর কিই বা বলা যায়? গোরুপাচার কাণ্ডে (Cattle/Cow Smuggling Case) জিজ্ঞাসাবাদের জন্য বারবার ডাকছেন সিবিআই-র (CBI)তদন্তকারী আধিকারিরা। এক এক করে দশ বার তলব। কিন্তু, সেই দশম নোটিসের পরেও হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।
সিবিআই-এর তলব পেয়েই সোজা পোঁছে গেলেন এসএসকেএম হাসপাতালে। কিন্তু ঠাঁই হলো না সেখানে। সেখান থেকে বেরিয়ে সোজা চম্পট দিলেন বীরভূমের বাড়িতে। ডেকে পাঠালেন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসকে। এই নিয়ে আজ দিনভর চলছে তরজা। এরই মধ্যে নতুন ‘কেষ্টলীলার’ ‘শো’ শুরু। যুক্ত হলো শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের নাম। শারীরিক পরিস্থিতি নিয়ে এই মুহুর্তে যথেষ্ট বিপাকে অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর মন্তব্যে তাঁর কোনঠাসা অবস্থা। এরই মধ্যে শোনা গেল, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পীঠের সঙ্গেও যোগাযোগ করেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)।
মেডিক্যাল কেলেজের কর্ণধারের কাছে নাকি অপারেশন করার আবেদন জানিয়েছেন বীরভূমের কেষ্ট। দীর্ঘদিন ধরে পাইলসের সমস্যায় ভুগছেন অনুব্রত। জান যাচ্ছে, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পীঠের সঙ্গে পাইলস অপারেশনের বিষয়ে কথা বলেছেন তিনি।
অনুব্রত মণ্ডলের সঙ্গে যে তাঁর কথা হয়েছে তা স্বীকারও করে নেন মেডিক্যাল কলেজের কর্ণধার মলয় পীঠ। সংবাদ মাধ্যমকে মলয়বাবু জানান, ‘ওঁর একটা অপারেশনের ব্যাপার রয়েছে। আমার কাছে জানতে চান মেডিক্যাল কলেজে সেই বিষয়ে ডাক্তার রয়েছে কিনা। থাকলে উনি দেখাবেন। কোথায় অপারেশন করলে ভালো হয়, সেটা জানতে চান। খুব তাড়াতাড়ি অপারেশন করাবেন তিনি। আমি বলেছি বিষয়টা চিকিৎসকদের সঙ্গে আলোচনা কে জানাব।’
অনুব্রতর শারীরিক পরিস্থিতি নিয়েও মুখ খুললেন মলয়বাবু। তিনি বলেন, ‘পরিস্থিতি আমরা সবাই দেখছি, সবাই বুঝছি। বীরভূমের মধ্যেই একটা আলোচিত বিষয় হয়ে রয়েছে এটি। কী হচ্ছে, কী হবে, সে নিয়ে আমরাও ধন্দে রয়েছি। কেমন আছেন বলতে, একটা মানুষ ক্রমাগত যদি বিপদের সম্মুখীন হন, সুগার রয়েছে, প্রেসার রয়েছে। অবশ্যই মানসিক ভাবে তো ভেঙে থাকবেনই।’ দলীয় সূত্রে জানা যাচ্ছে, এবার নাকি রক্ষাকবজের জন্য শীর্ষ আদালতেও যেতে পারেন অনুব্রত মণ্ডল। জিজ্ঞেসবাদ করা হলেও যাতে তাঁকে গ্রেফতার না করা হয়, সুপ্রিম কোর্টে সেই আবেদন জানাতে পারেন অনুব্রত।