বাংলা হান্ট ডেস্কঃ বীরভূমের রাজনৈতিক মঞ্চে ফের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বিস্ফোরক অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন (SIR) নিয়ে এবার সুর বদল করলেন বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির আহ্বায়ক। রবিবার লাভপুর বিধানসভার দারকা অঞ্চলে তৃণমূলের এক সভা থেকে সরাসরি কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জেল খাটব, কিন্তু দেশ থেকে তাড়ানো যাবে না। ভয় পাই না, পাবও না।”
দারকা সভা থেকে কেষ্টর (Anubrata Mondal) হুঁশিয়ারি
সভার মঞ্চ থেকেই অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) সরাসরি দাবি জানিয়ে বলেন, “১৯৫২ সালে যখন প্রথম ভোটার তালিকা তৈরি হয়, তখন তাতে আমার দাদুর নাম ছিল। আজও আমাদের ভোটার তালিকার জন্য ফর্ম ফিল-আপ করতে হচ্ছে। আমরা করব, কিন্তু ওতই সহজ না? আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে? আমরা রুখে দাঁড়াব।”
এদিন অনুব্রত মন্ডল পরিষ্কার বলেন যে, “ভোটার তালিকা নিয়ে ‘চুপ’ থাকলে চলবে না। মানুষকে সচেতন থাকতে হবে।” সেই সঙ্গে তৃণমূলের কর্মীদেরও আহ্বান জানান তিনি। কেষ্ট তৃণমূল কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, তাঁরা যেন প্রত্যন্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষকে ফর্ম ফিল-আপে সহায়তা করেন।
তবে অনুব্রত মণ্ডল কিন্তু প্রথম থেকেই এই ইস্যুতে একেবারে দলের লাইনে ছিলেন না। কয়েক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন, “SIR চালু হোক, তাতে সমস্যা কি? ভোটার তালিকা পরিষ্কার হবে, এটা তো খারাপ কিছু নয়।” তখনই প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন SIR নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, সেখানে দলের প্রভাবশালী নেতার এই বক্তব্য কেন?

আরও পড়ুনঃ “আমরা ভুল করেছি”, নন্দীগ্রাম থেকে বিস্ফোরক বার্তা শুভেন্দুর, ঠিক কী বললেন বিরোধী দলনেতা?
তবে এবার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) সেই অবস্থান থেকে অনেকটাই সরে এলেন। এবার তিনি দলের সুরে সুর মিলিয়েছেন। ভোটার তালিকার নিবিড় পরিমার্জনকে কেন্দ্র করে এখন তাঁর স্পষ্ট বার্তা- “দেশ থেকে কাউকে তাড়ানো যাবে না। ভয় দেখিয়ে আমাদের দমন করা যাবে না।”












