এবার ঘরেই ধরল ভাঙন! BJP তে যোগ দিলো অনুব্রতর ভাই

বাংলা হান্ট ডেস্ক: ফের বড়সড় ধাক্কা খেলে তৃণমূল, অনুব্রতর ভাই সুমিত মণ্ডল আজ যোগ দিলেন BJP-তে। BJP-র বীরভূম জেলা সভাপতি রামকৃষ্ণ রায় ও সহ সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে তুলে দেন দলীয় পতাকা। এছাড়াও, তৃণমূল ও CPI(M) ছেড়ে প্রায় 1000 কর্মী-সমর্থক যোগ দেন BJP-তে।

631f2 anubrata 2 1jpg

লোকসভা নির্বাচনের পর থেকেই বীরভূমে যেন ভীত নড়েছে তৃণমূলের। অনেকেই যোগ দিচ্ছেন বিজেপিতে। এসবেরই মাঝখানে তৃণমূল সাংসদ অনুব্রতর মাথায় চিন্তার ভাঁজ ফেলল তার এক দুঃসম্পর্কের ভাই সুমিত মন্ডল। শুধু তাই নয়, বিজেপি আরও জানিয়েছে, আজ প্রায় ১০০০ কর্মী-সমর্থক গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন বোলপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে।

সুমিত মণ্ডল এবিষয়ে বলেন, “BJP-তে যোগ দেওয়া সম্পূর্ণ আমার ব্যক্তিগত সিদ্ধান্ত । দাদা (অনুব্রত) একটি দলকে সমর্থন করে, আমি অন্যদলকে। এর মধ্যে কোনও প্রভাব পড়বে না আমাদের পারিবারিক সম্পর্কে।”

সম্পর্কিত খবর