লক্ষ্য দেশসেবা! হেলায় ছেড়েছেন NASA’র চাকরি, UPSC পরীক্ষায় বাজিমাত অনুকৃতি শর্মার

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জীবনের সফলতা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয়। কথায় বলে চেষ্টা যদি খাঁটি হয়, তাহলে একদিন সফলতা আসবেই। বহু মানুষই বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করতে চান। প্রত্যেকটা মানুষের জীবনে থাকে সুনির্দিষ্ট একটি লক্ষ্য। তবে কেউ কেউ লক্ষ্যভ্রষ্ট হন, আবার কেউ নিজের সিদ্ধান্তে অবিচল থেকে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে।

আজ আমরা কথা বলব এমনই এক আইপিএস অফিসারের সম্বন্ধে। তবে আপনারা জানলে অবাক হবেন, এই অফিসার কর্মরত ছিলেন নাসায়। কিন্তু তার জীবনের লক্ষ্য ছিল আইপিএস হওয়া। তাই নাসার লাভজনক বেতন পরিত্যাগ করে, আজ তিনি তার স্বপ্নের জগতে অবাধ বিচরণ করছেন। ২০২০ ব্যাচের অংশ হিসেবে UPSC যাত্রা শুরু করেন রাজস্থানের অনুকৃতি শর্মা।

আরোও পড়ুন : ফের ভয়াবহ দুর্ঘটনার মুখে রেল! চলন্ত হামসফর এক্সপ্রেসে লাগল আগুন, আতঙ্কিত যাত্রীরা

জয়পুরের ইন্দো ভারত ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা অনুকৃতির। এরপর কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ থেকে বিএসএমএস ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর ২০১২ সালে অনুকৃতির কাছে পিএইচডি করার সুযোগ আসে। হিউস্টন, টেক্সাসের রাইস ইউনিভার্সিটিতে আগ্নেয়গিরি বিষয়ে গবেষণার জন্য তিনি উড়ে যান মার্কিন যুক্তরাষ্ট্রে।

আরোও পড়ুন : একেবারেই মনের মতো হচ্ছে না বন্দে ভারত সফর! যাত্রীদের মন রাখতে তড়িঘড়ি ব্যবস্থা নিল রেল

সেই সময় নাসার পক্ষ থেকে তার কাছে আসে লোভনীয় চাকরির প্রস্তাব। অনুকৃতি নাসায় যুক্ত হন। সেই সময় তার মাসিক বেতন ছিল ভারতীয় মুদ্রায় প্রায় ২লক্ষ টাকার কাছাকাছি। আমেরিকায় বিলাসবহুল জীবন ছেড়ে অনুকৃতি চলে আসেন ভারতে। কারণ তার জীবনের মূল লক্ষ্যই ছিল নিজেকে আইপিএস অফিসার পদে দেখা। ২০১৪ সালে UPSC প্রস্তুতি শুরু করেন তিনি।

screenshot 2023 09 23 18 32 46 35

২০১৫ সালে পরীক্ষার প্রাথমিক বিভাগে উত্তীর্ণ হলেও মেনসে গিয়ে তিনি আটকে যান। এরপর পঞ্চম বারের চেষ্টায় ২০২০ সালে স্বপ্ন পূরণ হয় অনুকৃতির। তিনি চাইলে আমেরিকায় নাসার মোটা বেতনের চাকরি করতেই পারতেন। কিন্তু অনুকৃতির লক্ষ্য ছিল অন্য। জীবনে নিজের স্বপ্ন পূরণ করার জন্য তিনি বছরের পর বছর পরিশ্রম করে গিয়েছেন। অনুকৃতির সাফল্য আজ বহু মানুষের অনুপ্রেরণা।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X