বলিউডে এবার সত‍্য সাইবাবার বায়োপিক, মুখ‍্য চরিত্রে গায়ক-অভিনেতা অনুপ জালোটা

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে এবার তৈরি হতে চলেছে গুরু সত‍্য সাইবাবার (satya saibaba) বায়োপিক (biopic)। এমনটাই খবর শোনা গিয়েছে সম্প্রতি। সত‍্য সাইবাবার চরিত্রাভিনেতার পছন্দেও রয়েছে বড় চমক। বর্ষীয়ান গায়ক তথা অভিনেতা অনুপ জালোটাকে দেখা যাবে সত‍্য সাইবাবার ভূমিকায়।

ভক্তিমূলক গান গেয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অনুপ জালোটা। তবে সম্প্রতি নিজের অভিনয় দক্ষতা দিয়েও সকলকে চমকে দিয়েছেন তিনি। সত‍্য সাইবাবার চরিত্রে অভিনয় করাটা একটা চ‍্যালেঞ্জ হিসাবেই নিয়েছেন তিনি। অভিনেতার কথায়, “আমি সারা জীবন ওঁর মতাদর্শে বিশ্বাস করে এসেছি। ওঁর বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি। ওঁকে আমি কাছ থেকে দেখেছি। এই ধরনের চরিত্রে অভিনয় করার জন‍্য অনেক গবেষনা ও পড়াশোনার প্রয়োজন।”

anup jalota n
ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ভিকি রানাওয়াত। সঙ্গীত পরিচালনা করবেন বাপ্পি লাহিড়ী। অনুপ জালোটার পাশাপাশি ছবিতে দেখা যাবে জ‍্যাকি শ্রফ, অরুন বক্সী ও সাধিকা রানধাওয়াকে। ছবির প্রযোজনা করবেন বালকৃষ্ণ শ্রীবাস্তব।

প্রসঙ্গত, ২০১৮ তে বিগ বসে প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছিল অনুপ জালোটাকে। বিগ বসের আরেক প্রতিযোগী উঠতি গায়িকা জ‍্যাসলিন মাথারুর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন শোনা চলেছে নেটদুনিয়ায়। বিগ বসের ঘরে একাধিকবার ঘনিষ্ঠ অবস্থাতেও দেখা গিয়েছে দুজনকে।

সম্প্রতি অনুষ্কা শর্মা প্রযোজিত জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পাতাললোক’এ রাজনীতিবিদ বালকৃষ্ণ বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে দেখা যায় অনুপ জালোটাকে। OTT প্ল‍্যাটফর্ম অ্যামাজন প্রাইমে সম্প্রচারিত হয় এই ওয়েব সিরিজ।

Niranjana Nag

সম্পর্কিত খবর