যাদবপুরের তৃনমূল প্রার্থী গত ছয় মাসে TikTok ভিডিও তৈরিতে ব্যস্ত:-অনুপম হাজরা

বাংলাhunt ডেস্কঃ নাম না করে যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ফেসবুক পোস্টের মাধ্যমে বিঁধলেন ওই কেন্দ্রের তৃনমূল প্রার্থী মিমি চক্রবর্তীকে।

অনুপম হাজরা তাঁর নিজস্ব পেজে মিমি চক্রবর্তীর বিরুদ্ধে একটি পোস্ট ফেসবুকে ভাইরাল করে লেখেন,“আশা করি যাদবপুরবাসী সন্তুষ্ট,তাদের দ্বারা

IMG 20191104 162110

নির্বাচিত সাংসদ,গত ৬ মাসে,যে ভাবে নিরলস পরিশ্রম করে,বিভিন্ন TikTok Video’র মাধ্যমে তাদের মনে খুশির সঞ্চার করেছেন। আমি আশা রাখি,দিদি’র অনুপ্রেরণায় যাদবপুর সাংসদের এরকম আরাে অনেক TikTok video যাদবপুরের অনুন্নত এলাকাগুলি কে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নিয়ে যাবে।”

IMG 20191104 WA0014
ছবিঃ হাতে গ্লাভস পড়ে হ্যান্ডসেক করছে জনগণের সাথে।

ফেসবুকে এই পোস্ট নিয়ে অনুপমবাবুকে ফোন করা হলে তিনি আরোও জানান,‘সাংসদ হওয়ার পর তিনি এলাকাগুলি একবারও ঘুরে দেখলেন না। তারপর ভোট প্রচারে এসে গাড়ি থেকে হাতে গ্লাভস পড়ে মানুষের সঙ্গে হ্যান্ডসেক করেন কেন? তাহলে উনি মানুষকে নিশ্চয়ই ঘৃনা করেন। তাই হাতে গ্লাভস পড়ে মানুষের সঙ্গে হ্যান্ডসেক করেছে। আপনারাই দেখুন যে মানুষের ভোট নিয়ে ভোটে জিতেছেন সেই মানুষকেই ঘৃনা করছেন। সাংসদ হওয়ার পর পার্লামেন্টে শপথ গ্রহণের দিনে তিনি বিয়ে বাড়িতে গিয়েছিলেন। পার্লামেন্টে গেলেন না কেন? শপথ গ্রহণে অংশগ্রহণ করলেন না কেন?”

https://m.facebook.com/story.php?story_fbid=190011385492870&id=100034520296851

ক্লিক করুন অনুপম হাজরার ফেসবুক পোস্ট দেখার জন্য।

যদিও অনুপম হাজরার এই ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও ফেসবুকে রীতিমতো শেয়ারের সঙ্গে,সঙ্গে নানারকম হাস্যকর কমেন্টসও আসছে বিপুল পরিমাণে।

সম্পর্কিত খবর