ইডি-সিবিআইয়ের তালিকায় থাকা তৃণমূল নেতাদের বিজেপিতে আহ্বান অনুপম হাজরার

বাংলা হান্ট ডেস্কঃ ইডি (Enforcement Directorate) বা সিবিআইয়ের (Central Bureau of Investigation) তালিকায় নাম থাকা তৃণমূল (Trinamool Congress) নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam hazra)। রবিবার বীরভূমের তিনমাথা মোড়ে একটি পথসভার আয়োজন করেছিল জেলা বিজেপি নেতৃত্ব। সেখানে বক্তৃতা দেন অনুপম। সেখানেই তাঁর ভাষণে বিজেপি নেতা বলেন, যে সমস্ত নেতারা ভাবছেন যাঁরা রাতারাতি কোটিপতি হয়েছেন, হাতে-গলায় মোটা সোনার চেন আছে, যাঁদের মনে হচ্ছে কখনও ইডি-সিবিআই ডাকতে পারে, তাঁদের বলছি চুরি আপাতত বন্ধ করুন, আমার ফেসবুকে দেওয়া নম্বরে ফোন করে বলুন, আমরা দেখব কীভাবে আপনাদের কাজে লাগানো যায়। কিন্তু বিজেপি যারা স্ট্যাম্প মারা চোর তাদেরকে দলে নেয় না। তাই কারওর ভাবমূর্তি যদি স্বচ্ছ থাকে কিংবা কারওর যদি মনে হয় এবার সৎ হবেন তাঁদের স্বাগত।’

অনুপম হাজরার এই মন্তব্যে ‘ওয়াশিং মেশিন’ তত্ত্ব খুঁজে পাচ্ছে তৃণমূল। শাসক দলের মুখপাত্র সুদীপ রাহা বাংলা হান্ট-কে বলেন, ‘এটাই বিজেপির অস্ত্র। ইডি-সিবিআইকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। আমরা দেখেছি ইন্ডিয়া জোটের বৈঠকের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হয়েছে। তা থেকেই স্পষ্ট, তৃণমূলকে রাজনৈতিকভাবে ভয় পাচ্ছে বিজেপি। তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেই সবাই কালো থেকে সাদা হয়ে যাচ্ছে।’

উল্লেখ্য, নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রীর চেয়ারে বসা শুধু সময়ের অপেক্ষা বলে দাবি করেছেন তিনি। অনুপমের দাবি, গত ৯ বছরে বিজেপির সরকার যা কাজ করেছে, তার জন্য মানুষের কাছে খুব বেশি ভোট চাইতে হবে না। সাধারণ মানুষ এমনিতেই বিজেপিকে ভোট দেবেন।

মমতা বন্দ্যোপাধ্যায়কে মানসিকভাবে অসুস্থ মহিলা বলেও এদিন কটাক্ষ করেন অনুপম হাজরা। তিনি বলেন, ‘কয়েকদিন আগেই উনি এক অভিনেতাকে চাঁদে পাঠিয়ে দিয়েছেন। এর আগে সরস্বতী পুজোর অঞ্জলির মন্ত্র উল্টোপাল্টা বলেছেন। পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের দুর্ভাগ্য, যে রাজ্যে বিধানচন্দ্র রায়ের মতো মুখ্যমন্ত্রী ছিলেন সেই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানসিকভাবে অসুস্থ মহিলা বর্তমানে মুখ্যমন্ত্রী।’

তবে এরও পাল্টা দিয়েছেন সুদীপ রাহা। তিনি বলেন, ‘এটাই বিজেপির কালচার। একজন মহিলা সর্বোপরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য শোভা পায় না। আর কে মানসিকভাবে অসুস্থ, তা নিয়ে আর মুখ খুলছি না। সময় সুযোগ এলে এবার অনুপমের ভিডিও আমরা পোস্ট করব। তখন ভাল হবে তো?’

Monojit

সম্পর্কিত খবর