মোদী-অনুপম সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর সুরক্ষার জন‍্য রুদ্রাক্ষের মালা পাঠালেন অভিনেতার মা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ‘দ‍্য কাশ্মীর ফাইলস’ হিট হওয়ার পর থেকেই নতুন করে চর্চায় অভিনেতা অনুপম খের (Anupam Kher)। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ছবিতে তাঁর অভিনয় চোখে জল এনে দিয়েছে দর্শকদের‌। ছবি মুক্তির পর থেকেই কাশ্মীরি পণ্ডিত অনুপম খের পুজো পেয়ে আসছেন পুরোহিতদের। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি।

শনিবার লোক কল‍্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন অনুপম খের। সঙ্গে একটি বিশেষ উপহারও নিয়ে গিয়েছিলেন তিনি। মা দুলারি খেরের পাঠানো রুদ্রাক্ষের মালা তিনি উপহার দেন মোদীকে। এদিনের সাক্ষাতের দুটি ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অনুপম।


ছবি গুলি শেয়ার করে অভিনেতা লিখেছেন, ‘সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি, মন ও আত্মা দুই শান্তি পেল আপনার সঙ্গে সাক্ষাৎ করে। দেশ ও দেশবাসীর জন‍্য দিনরাত ধরে যে কঠোর পরিশ্রম আপনি করে চলেছেন তার জন‍্য ধন‍্যবাদ বলার সুযোগ পেলাম আমি।’

অনুপম খের আরো লিখেছেন, ‘আমি এবং দুলারি জি চিরকাল মনে রাখব কতটা শ্রদ্ধার সঙ্গে আপনি রুদ্রাক্ষের মালাটা গ্রহণ করলেন, যেটা আপনার সুরক্ষার জন‍্য আমার মায়ের পাঠিয়েছিলেন। ঈশ্বরের আশীর্বাদ সবসময় আপনার উপর বজায় থাকুক। আর আমাদের সবাইকে এভাবেই উদ্বুদ্ধ করতে থাকুন। জয় হিন্দ!’

অনুপমের পোস্টের উত্তরে প্রধানমন্ত্রী টুইটে লেখেন, ‘অনেক ধন‍্যবাদ অনুপম খের জি। আপনার সম্মানীয় মাতাজি আর দেশবাসীর আশীর্বাদই আমাকে ভারতের জন‍্য কাজ করে যেতে অনুপ্রাণিত করে।’

https://www.instagram.com/p/Ccso0VkvQxb/?igshid=YmMyMTA2M2Y=

কিছুদিন আগে অনুপমের একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছে, দুজন ব‍্যক্তি অভিনেতার মাথায় ফুল ছিটিয়ে পুজো করছেন। অনুপম গায়ে নামাবলী চড়িয়ে দাঁড়িয়ে রয়েছেন। পূজার্চনার ছোট্ট ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

ক‍্যাপশনে হিন্দিতে অনুপম লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে বা বলা ভাল দ‍্য কাশ্মীর ফাইলস মুক্তির পাওয়ার পর থেকেই তিন চারদিন অন্তর অন্তর আমার বাড়ির নীচে পণ্ডিত কিংবা পুরোহিতরা এসে উপস্থিত হন। তাঁরা এসে পুজো করে কিছু না নিয়েই চলে যান। ওঁদের আশীর্বাদ পেয়ে আমি কৃতার্থ ও কৃতজ্ঞ। হর হর মহাদেব!’


দ‍্য কাশ্মীরি ফাইলস ছবিতে একজন কাশ্মীরি পণ্ডিত পুষ্কর নাথ পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম। নিজের চোখে পুরো পরিবারকে জঙ্গিদের হাতে মৃত‍্যুবরণ করতে দেখেছিলেন তিনি। উল্লেখ‍্য, অনুপম নিজেও একজন কাশ্মীরি পণ্ডিত।

সম্পর্কিত খবর

X