বাংলা হান্ট ডেস্ক :তিনদশকেরও বেশি সময় ধরে বলিউডে কাজ কর বহুসংখ্যক ছবি দর্শক এবং ভক্তদের উপহার দেন অনুপম খের। আজ তিনি একজন অতি পরিচিত মুখ এবং নাম।কিন্তু এই স্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয়ছিল তাকে। সেই সব অভিজ্ঞতা ভাগ করে নিলেন তিনি।তিনি বললেন, তিনি যখন নবম শ্রেণিতে পরতেন তখন ই তাকে অভিনয়ের জন্য ডাকা হয়। ঠিক করে উচ্চারণও করতে পারতেন না তখন তিনি। তাই তার জায়গাতে অন্য কাউকে দিয়ে দাওয়া হয় চরিত্রটা। কিন্তু নাটক চলাকালীন কিছুই জানানো হয়নি তাকে। হতাশ হয়ে পড়েছিলেন।
তিনি নিজেই জানিয়েছেন তাঁর স্টেজে থাকতে ভালোলাগার কথা। অভিনয় নিয়ে তিনি যথেষ্ট সচেতন ছিলেন। তিনি জানিয়েছেন, ”আমি দেখেছিলাম চণ্ডীগড়ে তখন ১০০ টাকার বিনিময়ে অডিশন নেওয়া হচ্ছিল অভিনয়ের জন্য। আমি মায়ের থেকে পিকনিক যাওয়ার নাম করে চুরি করে ভর্তি হই অভিনয়ের ক্লাসে। আমাকে অভিনয়ের জন্য ভর্তি নিয়ে নেওয়া হয়। দু’বছর ধরে ক্লাস করি।” তিনি আরও জানান, ”আমাকে মুম্বই পাঠানো হয়, একটা ছোট্ট ঘরে থাকতে দেওয়া হয়েছিল। কিন্তু কষ্টের জন্যও আমি থাকতে পারিনি ওই জায়গাতে। তাই অভিনয়টা আমি শিখছিলাম। এইসময় আমার কাছে কাজ ছিল না, পয়সা ছিল না, কেউ সাহায্যে করার মতোও ছিল না। আমি রাস্তার বেঞ্চে ঘুমাতাম, প্ল্যাটফর্মে শুয়ে রাত কাটাতাম।”
তিনি অসাধারন ভাবে জীবনের একটা সারমর্ম বলেছেন নিজের কাহিনী বলার সময়। তিনি বলেন, ”একজন মানুষ যিনি জলে ডুবে গিয়েছেন যখন, তার আর বৃষ্টিতে ভেজার ভয় থাকেনা।” বলিউডে কাজ পাওয়ার জন্য পরিচালক মহেশ ভাটের কাছে ভিক্ষা করেছিলেন তিনি। তিনি আরও জানান, ”আমি মহেশ ভাটের কাছে ভিক্ষা করি সিনেমা দেওয়ার জন্য। আমি বদ্ধপরিকর ছিলাম বাড়িতে ফিরব না। উনি আমাকে অনেক প্রযোজকের কাছে নিয়ে গিয়েছিলেন যার বিনিময়ে আমি কাজ পেয়েছিলাম।” অনুপম তাঁর বলিউড কেরিয়ার নিয়ে জানান, ”আজ আমি ৫০০-এর বেশি সিনেমাতে অভিনয় করে ফেলেছি। এটা খুবই অবাক লাগে আমার। যারা আমাকে দুর্দিনে সাহায্যে করেনি, তাই তাঁদের আর আমি সাহায্যে চাই না। যেটা আমি স্বপ্নে দেখতাম আজ সেটা বাস্তবে পরিণত হয়েছে।”