‘ভালো কাজ হয় এখানে’, বেঙ্গল ফাইলস বিতর্ক এড়িয়ে বাংলায় কাজের ইচ্ছা প্রকাশ অনুপমের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বলিউড তথা ভারতীয় চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা অনুপম খের (Anupam Kher)। দীর্ঘ সময় ধরে এই ইন্ডাস্ট্রিকে নিজের প্রতিভা দিয়ে সমৃদ্ধ করেছেন তিনি। সিনেমা নিয়ে তাঁর জ্ঞানও প্রচুর। বিভিন্ন ধরণের ছবি এখনও দেখেন অনুপম (Anupam Kher)। তার মধ্যে রয়েছে বাংলা ছবিও। আর এবার বাংলা ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ে এসে বাংলায় কাজ করার আগ্রহ প্রকাশ করলেন ‘এ ওয়েডনেসডে’ খ্যাত অভিনেতা।

বাংলা ছবির প্রদর্শনে হাজির অনুপম (Anupam Kher)

নিজের ছবি ‘তনভীর দ্য গ্রেট’ এর প্রদর্শনী উপলক্ষে শহরে এসেছিলেন অনুপম (Anupam Kher)। তারই পাশের হলে ঋতুপর্ণা সেনগুপ্তের ছবি ‘বেলা’র মুক্তির খবর শুনেই হাজির হয়ে যান অভিনেতা। মিনিট পনেরো ছবি দেখে সংবাদ মাধ্যমকে তিনি জানান, নতুন পরিচালক হয়েও বেশ ভালো ছবি বানিয়েছেন অনিলাভ চট্টোপাধ্যায়।

Anupam Kher wants to work in bengali film

কী বললেন অভিনেতা: অনুপম (Anupam Kher) বলেন, বাংলায় বেশ ভালো ভালো কাজ হয়। বাংলা এবং হিন্দি ছবির প্রিমিয়ার আলাদা নয়। এমনকি ইচ্ছা প্রকাশ করলেন বাংলা ছবিতে কাজ করারও। জানালেন, তাঁর হয়ে যদি বাংলার প্রযোজকদের বলা যায়। ভালো চরিত্র পেলে তিনি বাংলায় কাজ করতে রাজি।

আরও পড়ুন : মাত্র ৫০০ টাকায় ১ কিলো চওড়া পেটির ইলিশ! লটারি লাগল নাকি? কোথায় মিলবে?

এড়িয়ে গেলেন বিতর্ক: এদিকে তাঁর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কিছুদিন আগে কলকাতায় ট্রেলার লঞ্চে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল। মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় ট্রেলার প্রদর্শন। যদিও সেই বিতর্ক এদিন সুকৌশলে এড়িয়ে গিয়েছেন অনুপম (Anupam Kher)।

আরও পড়ুন : “শান্তি পুনরুদ্ধারে সহযোগিতা”, পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আগেই মোদীকে ফোন জেলেনস্কির

বেঙ্গল ফাইলস প্রসঙ্গে অভিনেতা বলেন, ছবি বিতর্ক এসব নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রীই বলতে পারবেন। তিনি শুধু নিজের অভিনীত চরিত্র সম্পর্কেই বলতে পারবেন। দ্য বেঙ্গল ফাইলস ছবিতে গান্ধীজির ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের।