‘চিকিৎসকরা অসুস্থ হলে থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়েও কিছু হবেনা’, মোদীকে তীব্র কটাক্ষ অনুরাগ কাশ‍্যপের

বাংলাহান্ট ডেস্ক: দেশের চিকিৎসক ও নার্সরা সুস্থ থাকলেই করোনার বিরুদ্ধে লড়াই করা সম্ভব। নাহলে থালা বাজালে, প্রদীপ জ্বালালেও কিছু হবে না। এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বিঁধলেন পরিচালক অনুরাগ কাশ‍্যপ (Anurag Kashyap)। ৫ এপ্রিল, রাত ৯টায় ৯ মিনিটের জন‍্য সমগ্র দেশবাসীকে আলো জ্বালাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিন নিজের বাড়ির সব আলো নিভিয়ে ছাদ, ব‍্যালকনিতে দাঁড়িয়ে প্রদীপ, মোমবাতি বা নিদেনপক্ষে টর্চ কিংবা মোবাইলের ফ্ল‍্যাশ লাইট জ্বালাতে বলেছিলেন তিনি। তার উত্তরেই চাঁচাছোলা ভাষায় জবাব দিলেন অনুরাগ।
বলিউডে চিরদিনই ‘ঠোঁটকাটা’ বলেই পরিচিত অনুরাগ কাশ‍্যপ। বিভিন্ন সময় নানা রাজনৈতিক বিষয়ে নিজের মতামত ব‍্যক্ত করেন তিনি। গতকাল রাত ৯টায় মোদীর আবেদন মেনে সমগ্র দেশবাসী জ্বালিয়েছিল প্রদীপ, মোমবাতি। অনেকে বাজিও ফাটাতে শুরু করেন। আজ নিজের টুইটার হ‍্যান্ডেলে এই বিষয়ে মুখ খোলেন পরিচালক। তিনি লেখেন, ‘দেশকে করোনা থেকে বাঁচানোর জন‍্য সবার আগে আমাদের দরকার চিকিৎসক, নার্স ও অন‍্যান‍্য স্বাস্থ‍্যকর্মীদের সুরক্ষিত রাখা। ওনাদের কিছু হয়ে গেলে থালা বাজাও, প্রদীপ জ্বালাও বা আগামী যাই প্রোগ্রাম করো, অন্তিমক্ষণ নিশ্চিত।’

ANURAGKASHYAPs
অনুরাগের এই টুইটের পর কার্যত দুভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। একাংশ অনুরাগের কথাকেই সমর্থন করেছে। আবার অপর অংশ রীতিমতো ট্রোল শুরু করেছে পরিচালককে নিয়ে। নানা সমালোচনার শিকারও হয়েছেন তিনি।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্জি মেনে বলিউডের অনেক তারকাকেই দেখা গিয়েছে প্রদীপ, মোমবাতি জ্বালাতে। তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, দীপিকা পাডুকোন, আলিয়া ভাট, ভিকি কৌশল সহ আরও অনেকেই।

Niranjana Nag

সম্পর্কিত খবর