দশেরায় শুভেচ্ছা জানিয়ে বিপাকে পড়া শামির পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: দশেরার শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছিলেন ভারতের অভিজ্ঞ ও তারকা পেসার শামি। ছবিতে দেখা যাচ্ছে যে রাম হাতে তীর-ধনুক নিয়ে রাবণের প্রতি তীর নিক্ষেপ করার নিশানা করছেন। কিন্তু মহম্মদ শামির এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তাকে তীব্র আক্রমণের মুখে পড়তে হয়।

অথচ শামি পোস্টে এমন কিছু লেখেননি বা উল্লেখ করেননি যার জন্য তাকে এরকম আক্রমণের সামনে পড়তে হতো। তিনি শুধু পোস্টটি করে লিখেছিলেন, “দশেরার দিন প্রার্থনা করব প্রোগ্রাম যেন আপনাদের জীবনে আনন্দ সম্মৃদ্ধি এবং সাফল্য ভরিয়ে তোলে শুভেচ্ছা সকলকে।”

শামি পোস্ট করা মাত্র তার ঐ পোস্টটি ভাইরাল হয় এবং মৌলবাদীরা তাকে কাঠগড়ায় তুলতে শুরু করেন। একজন মুসলমান হয়ে কেন তিনি হিন্দুদের উৎসবের শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন সেই নিয়ে কট্টরপন্থীরা তাকে আক্রমণ করে। এমনিতেই সদ্য করোনার কারণে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ হারিয়েছিলেন এই তারকা পেসার। তিনি বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা তা নিয়েও এখনো বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। তার মধ্যে এই ঘটনা, বলাই যায় যে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না তারকা পেসারের…

এবার এই ব্যাপারে শামি নিজের পাশে পেলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে। নিন্দুকদের তীব্র সমালোচনা করে তিনি বলেছেন, ‘দশেরার উৎসব প্রত্যেক মানুষের শামিল হতে পারে ভারতীয় ক্রিকেটের এই উৎসব পালন করেছে। শামিকে নিয়ে কোনও সমস্যা থাকার কথা নয়। আসলে যারা এই ঘটনার বিরোধিতা করছে তারা দেশে ভেদাভেদের পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তবে আমাদের কাজ গোটা দেশকে ঐক্যবদ্ধ রাখা এবং সব উৎসবে শামিল হওয়া।’

কিছুদিন আগে ঠিক এমন ঘটনা ঘটেছিল বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের সঙ্গে। তিনি মহালয়া উপলক্ষে তার ভক্তদের শুভেচ্ছা জানানোর তাকে কট্টরপন্থী মৌলবাদীরা আক্রমণ করেছিল সোশ্যাল মিডিয়ায়। দেখা যাচ্ছে যে তথাকথিত ধর্মের রক্ষাকর্তা বা ধ্বজা ধারীরা কোন দেশ ধর্ম জাত কিছুই জানেন না।

সম্পর্কিত খবর

X