রিমেকেরও রিমেক! শুরু হতে না হতেই হাজির ‘অনুরাগের ছোঁয়া’র হিন্দি সংষ্করণ

বাংলাহান্ট ডেস্ক: কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhoa)। স্টার জলসার নতুন এই সিরিয়াল (Bengali Serial) প্রথম সপ্তাহ থেকেই সেরা দশের টিআরপি তালিকায় জায়গা করে নিয়েছে। ‘দেশের মাটি’র পর এই সিরিয়ালেই ফের মুখ‍্য চরিত্রে দিব‍্যজ‍্যোতি দত্ত। নায়িকা তুলনামূলক ভাবে নতুন মুখ, স্বস্তিকা ঘোষ। কিন্তু দুজনের অনস্ক্রিন রসায়ন বেশ মনে ধরেছে দর্শকদের।

টিআরপি বাড়তেই এবার হিন্দি সংষ্করণও হাজির হয়ে গেল ‘অনুরাগের ছোঁয়া’র। স্টার প্লাস চ‍্যানেলে সম্প্রতি প্রকাশ‍্যে আসা প্রোমোতে হুবহু অনুরাগের ছোঁয়ার আভাসই পেয়েছেন দর্শকরা। হিন্দি সিরিয়ালটির নাম রাখা হয়েছে ‘ইয়ে ঝুঁকি ঝুঁকি সি নজর’। সেখানেও তথাকথিত ফর্সা, সুন্দর ও শ‍্যামবর্ণা নায়িকার মধ‍্যে নায়কের জন‍্য দ্বন্দ্ব।

IMG 20220227 180353
প্রোমো দেখেই কমেন্ট বক্সে শোরগোল, একে একে সব বাংলা সিরিয়ালেরই তো হিন্দি রিমেক হয়ে যাচ্ছে। টোকার জন‍্য আর কি কোনো গল্প নেই? তবে জানিয়ে রাখি, অনুরাগের ছোঁয়াও কিন্তু রিমেকেরই ফসল। এটি আসলে তেলুগু সিরিয়াল ‘কার্তিক দীপম’ এর বাংলা রিমেক। ‘কার্তিক পূর্ণিমা’ নামে হিন্দি রিমেকও হয়েছিল এই সিরিয়ালের। এবার নতুন নামে হাজির পুরনো গল্প।

IMG 20220227 175340
প্রসঙ্গত, বাংলা সিরিয়ালে দিব‍্যজ‍্যোতি ছাড়াও রয়েছেন স্বস্তিকা ঘোষ, মল্লিকা মজুমদার, রূপাঞ্জনা মিত্ররা। শ‍্যামবর্ণা মেয়ের গল্প একাধিক বার দেখা গিয়েছে বাংলা সিরিয়ালে। কিন্তু তার মাঝেও অনুরাগের ছোঁয়া নিজের আলাদা জায়গা করে নিতে সক্ষম হয়েছে।

https://www.instagram.com/tv/CabxNPoAv7N/?utm_medium=copy_link

প্রথম সপ্তাহে টিআরপি তালিকার ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছিল এই সিরিয়াল। ঝুলিতে উঠেছিল ৮.২ নম্বর। দ্বিতীয় সপ্তাহে নম্বর .১ কমলেও ছয় নম্বরেই জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া।

Niranjana Nag

সম্পর্কিত খবর