ভারতীয় পতাকা দেখে কাছে ঘেঁষছে না সেনা, ইউক্রেন সীমান্ত পেরিয়ে আবেগঘন হল পড়ুয়া

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে বিশ্বের সবথেকে বড় সংকট চলছে ইউক্রেনে। কারণ ইউক্রেনের প্রতিবেশী শক্তিধর দেশ রাশিয়া তাদের দেশে বিশাল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। দেশজুড়ে শুধু শোনা যাচ্ছে গলাগুলির শব্দ। ভেঙে গিয়েছে অজস্র বাড়িঘর। নিজের আত্মীয়দের হারিয়েছেন অসংখ্য মানুষ। তবুও সেই সংকট কমার নাম নিচ্ছে না।

ইউক্রেন ভারতের থেকে হাজার হাজার কিমি দূরে থাকলেও, ভারতের এই সংকট নিয়ে চিন্তা কম নয়। কারণ ওই দেশে এখনও হাজার হাজার ভারতীয় আটকে রয়েছে। বিশেষ করে ভারতীয় পড়ুয়ারা, যারা সেই দেশে মেডিক্যাল পড়ার জন্য গিয়েছেন।

যদিও, ইতিমধ্যে অনেক পড়ুয়াকে ‘অপারেশন গঙ্গা” নামের একটি অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে, এবং তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। তবে, এখনও পর্যন্ত সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। আর এর সবথেকে বড় কারণ হল, ইউক্রেনের এয়ার ট্র্যাফিক সম্পূর্ণ ভাবে বন্ধ। ওই দেশের আকাশে এখন শুধু যুদ্ধ বিমানই উড়ছে, কোনও বেসামরিক বিমান উড়ছে না।

যেসব ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা হয়েছে, তাঁরা সবাই ইউক্রেন সীমান্ত পার হয়ে হাঙ্গেরি, রোমানিয়া এবং বাকি দেশগুলোতে গিয়ে আশ্রয় নেওয়ার পর সেখান থেকে তাদের ভারতে ফিরিয়ে আনা হয়েছে। তাঁরা যেমন এমন সংকটের মধ্যে পড়ে আতঙ্কে দিন কাটাচ্ছে। তেমনই ভারতে থাকা তাদের অভিভাবক এবং কেন্দ্র তাদের নিয়ে দুশ্চিন্তায় রয়েছে।

তবে, এতকিছুর মধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা দেখে ভারতীয়দের গর্বে বুক চওড়া হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, ভারত গোটা বিশ্বের মধ্যে একটি আলাদা স্থান বানিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আর সেই স্থানটি যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা এই ভিডিও না দেখলে বোঝা দায়।

আসলে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে ছিল কয়েকজন ভারতীয় পড়ুয়া। তাঁরা খুবই আতঙ্কে দিন কাটাচ্ছিল। তাঁরা ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করলে তাদের পরামর্শ দেওয়া হয় যে, গাড়ি বা বাসে করে ইউক্রেন সীমান্ত পার করতে। পাশাপাশি তাদের গাড়িতে জেন ভারতীয় পতাকা লাগানো থাকে, সেটাও নিশ্চিত করতে বলা হয়।

এরপর ভারতীয় পতাকা লাগানো বাসে তাঁরা যখন ইউক্রেনের তিনটি রাজ্য পার করে অন্য দেশে যায়, তখন অবাক করা ঘটনা ঘটে। পড়ুয়ারা জানান, তাদের কোনও চেকিং করা হয়নি। কেউ তাদের আটকায় নি। কারণ তাদের গাড়িতে ভারতের পতাকা লাগানো ছিল। পড়ুয়া জানান, এই ঘটনাক্রম বুঝিয়ে দেয় যে, ভারতের গুরুত্ব গোটা বিশ্বের মধ্যে কতটা।

ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি লিখেছেন, ‘বিদেশে ভারত কী অর্জন করল তা ব্যাখ্যা করলেন এই ছাত্র!
যারা প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির কূটনীতি নিয়ে প্রশ্ন তোলেন তারা নিশ্চয়ই তেরঙ্গার শক্তি বুঝতে পেরেছেন।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর