৩ বছর পেরিয়ে হঠাৎ ভোলবদল, বাদ দিব্যজ্যোতি, নতুন নায়ক-নায়িকা নিয়ে শুরু ‘অনুরাগের ছোঁয়া’ সিজন ২?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে সিরিয়াল (Serial) টিকিয়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্মাতা এবং চ্যানেল কর্তৃপক্ষের কাছে। গল্পে সামান্য এদিক ওদিক হলেই উধাও হয়ে যায় টিআরপি। তা আবার ফিরিয়ে আনার কসরত কম নয়। তবে এর মাঝেও বিগত তিন বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছে স্টার জলসার সিরিয়াল (Serial) ‘অনুরাগের ছোঁয়া’।

তিন বছর পেরিয়েও চলছে অনুরাগের ছোঁয়া (Serial)

সেই ২০২২ সালে শুরু হয়েছিল ধারাবাহিকটি (Serial)। প্রথম থেকেই দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছিল সিরিয়ালটি। বহুবার বেঙ্গল টপারও হয়েছে অনুরাগের ছোঁয়া (Serial)। সূর্য দীপার কাহিনি বরাবর দর্শকদের পছন্দের তালিকায় থেকেছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে গল্পের জোর কমেছে, বিভিন্ন ওঠাপড়ায় দর্শকদের আগ্রহও কমেছে।

Anurager chowa serial new story with new characters

প্রকাশ্যে এল নতুন প্রোমো: গত তিন বছরে একাধিক বার লিপ এসেছে সিরিয়ালের (Serial) গল্পে। বেশ কয়েকবার ধারাবাহিকটি শেষের গুঞ্জনও শোনা গিয়েছে। কিন্তু প্রতিবারই কোনও না কোনও নতুন টুইস্ট নিয়ে ফিরে এসেছে ধারাবাহিক(Serial)। এবার নতুন গুঞ্জন শোনা যাচ্ছে অনুরাগের ছোঁয়া নিয়ে। নতুন রূপে, নতুন গল্প নিয়ে আসতে চলেছে ধারবাহিকটি (Serial)। বদলে যাচ্ছে নায়ক নায়িকাও। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে স্বস্তিকা ঘোষের পাশাপাশি দেখা গিয়েছে রাহুল মজুমদার এবং তিয়াশা লেপচাকেও।

আরও পড়ুন : লটারি লাগল রেল কর্মীদের, পরিবার পিছু ১ কোটি টাকা দেবে SBI! কারা পাবেন এই সুবিধা?

বাংলা সিরিয়ালে আসছে নতুন কিছু: উল্লেখ্য, একটি ধারাবাহিক চলতে চলতে হঠাৎ গল্প পরিবর্তন হয়ে একই সিরিয়াল (Serial) নতুন ভাবে শুরু হওয়া বাংলা টেলিভিশনের ক্ষেত্রে নিঃসন্দেহে প্রথম। হঠাৎ এত বড় পরিবর্তন কেন আসছে সিরিয়ালে (Serial) তা নিয়ে প্রশ্ন উঠেছে দর্শকদের মধ্যে। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি নির্মাতারা।

আরও পড়ুন : ধর্ষণে অভিযুক্ত AAP বিধায়ককে গ্রেফতার করতে গিয়ে বিপত্তি! পুলিশের দিকেই গুলি, উর্দিধারীকে পিষে দিয়ে পালালেন গুণধর নেতা

দিব্যজ্যোতি প্রথম থেকেই এই সিরিয়ালের নায়ক থেকেছেন। কিন্তু আচমকা তিনিও বাদ পড়ায় শুরু হয়েছে গুঞ্জন। অনেকে মন্তব্য করেছেন, দ্বিতীয় সিজন শুরু হতে চলেছে অনুরাগের ছোঁয়ার। তবে সেখানে দিব্যজ্যোতিকে দেখতে না পাওয়ায় ক্ষুব্ধ দর্শকদের অনেকে।