অনুরাগের ছোঁয়ায় ‘সূর্য’ হওয়ার কথা ছিল এই টলিপাড়ার নায়কের—কেন হল না?

Published on:

Published on:

Anurager Chowa the hero of tolipara turned down the chance to play the role of Surya
Follow

বাংলা হান্ট ডেস্ক: সবে শেষ হল অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। প্রায় সাড়ে তিন বছর ধরে চলেছে এই সিরিয়ালটি। তবে সদ্য শেষ হয়েছে এটি। আর এই সিরিয়ালের মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন দিব্যজ্যোতি দত্ত ও স্বস্তিকা ঘোষ। যদিও কয়েক মাস আগে গল্প এগিয়ে আসে অনেকগুলো বছরের ধরে। তবে সেই সময়টায় আর দেখা যায়নি দেবজ্যোতিকে। যদিও স্বস্তিকা দত্ত ছাড়া মূলত নতুন কাজ নিয়ে কাজ শুরু হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল তিয়াসার রায় ও রাহুল মজুমদারকে।

‘সূর্য’-এর ভূমিকায় চান্স পেয়েও ফিরিয়ে দিলেন টলিপাড়ার নায়ক (Anurager Chowa)

তবে শুনলে অবাক হবেন, অনুরাগের ছোঁয়া (Anurager Chowa) ধারাবাহিক দিয়ে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন দিব্যজ্যোতি দত্ত। তবে সেই ধারাবাহিকে তাঁর কাজ করার কথা ছিল না। জানা যায় প্রথম অফার পৌঁছেছিল টলিপাড়ারই এক অভিনেতার কাছে। তবে সেই নায়ক না করার পর, প্রস্তাব যায় দিব্যজ্যোতির কাছে। তারপর সে হয়ে ওঠে ড: সূর্য সেনগুপ্ত।

Anurager Chowa the hero of tolipara turned down the chance to play the role of Surya

আরও পড়ুন: শীতে ইমিউনিটি বাড়াতে আদা-চা! কোন সময় খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়?

তবে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিল রাহুল মজুমদার। তার কাছের এসেছিল এই অফার। সম্প্রতি ধারাবাহিক শেষ হওয়ার পর, সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রাহুল জানান, ‘সবার আগে আমার করার কথা ছিল। এমনকী, কনট্র্যাক্টও প্রায় সাইন হয়ে গিয়েছিল।

এবার তার আগে আমার কাছে খুকুমণি (খুকুমণি হোম ডেলিভারি) এসে গিয়েছিল, আর আমি কমিট করে ফেলেছিলাম। তবে হ্যাঁ এটা নিয়ে রিগ্রেট করি না আমি, কারণ খুকুমণি আমার কাছে সবসময়ই স্পেশাল থাকবে। কারণ অভিনেতা হিসেবে আমি অনেক সম্মান পেয়েছি। তারপর ভাগ্যের চক্রে সেই একই সিরিয়াল করা। কিন্তু দুঃখ একটাই, বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে।’

‘হরগৌরী পাইস হোটেল’ শেষ হওয়ার পর বেশ অনেকদিনই বিরতিতে ছিলেন টেলিপাড়ার চেনা মুখ রাহুল মজুমদার। তাঁর কাজ করার কথা ছিল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকেও। এমনকী লুক সেটও হয়ে গিয়েছিল। তারপর সরে দাঁড়াতে বাধ্য হন অভিনেতা। এর আসল কারণ হিসেবে রাহুল জানান ‘আসলে সিরিয়ালটার কাজ শুরু হতে খানিক বিলম্ব হচ্ছিল, এর মাঝেই আমার সিসিএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জানুয়ারিতেই সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু, আপতত সেটায় ফোকাস করতে চাই, আরও একটা কারণ রয়েছে’ (Anurager Chowa)।