‘একলা চলো রে’ গেয়ে শোনালেন বলিউড পপ গায়িকা অনুষ্কা মনচন্দা, মুহূর্তে ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগেই ছিল ২৫শে বৈশাখ, বাঙালির রবিঠাকুরের (rabindranath) জন্মদিন। অন‍্যান‍্য বছরে এই সময়ে চিত্রটা সম্পূর্ণ আলাদা থাকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বসে গুণীজনদের নৃত‍্যগীতের আসর, গমগম করে রবীন্দ্রনাথের বাসভিটে। কিন্তু এ বছর সবকিছুই ছন্নছাড়া। ঠাকুরবাড়িতে নেই সেই চিরপরিচিত কোলাহল। কলকাতায় চলছে লকডাউন। অগত‍্যা এই বছরে বাড়ি বসেই রবিকে স্মরণ করেছেন সংষ্কৃতিপ্রেমী বাঙালি।
তবে শুধু বাঙালিরাই নয় আপামর ভারতবাসী রবীন্দ্রনাথের সঙ্গে ওতপ্রোত ভাবে যুক্ত। বিদেশিদের কণ্ঠে শোনা গিয়েছে রবীন্দ্রসঙ্গীত ও রবি ঠাকুরের কবিতা। আর এবারে বলিউড গায়িকা অনুষ্কা মনচন্দা (anushka manchanda) গেয়ে শোনালেন রবীন্দ্রসঙ্গীত।


সম্প্রতি জনপ্রিয় অ্যাপ হ‍্যালোতে একটি লাইভ অনুষ্ঠানে এসে রবীন্দ্রসঙ্গীত গাইতে শোনা যায় তাঁকে। সকলের অনুরোধে ‘একলা চলো রে’ গানটি গেয়ে শোনান অনুষ্কা। গানের মাত্র কিছুটা অংশ গাইলেও বেশ স্পষ্ট ভাবেই গাইতে শোনা গিয়েছে তাঁকে।

https://www.instagram.com/tv/B_SPRHfDbEY/?igshid=4ping7bcjgo

https://www.instagram.com/p/CAFcsgkDylU/?igshid=19c12t4796vl

এই ভিডিও এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। বলিউডে পপ গায়িকা হিসাবে পরিচিত অনুষ্কা মনচন্দা। বেশ কিছু জনপ্রিয় হিন্দি গান রয়েছে তাঁর ঝুলিতে। তাঁর গলায় রবি ঠাকুরের গান শুনে তাই কার্যত চমকে গিয়েছে নেটজনতা।

X