ছকভাঙা প্রেগনেন্সি, অন্তর্বাস পরে বেবি বাম্প নিয়েই ম‍্যাগাজিন কভারের ফটোশুট অনুষ্কা শর্মার

বাংলাহান্ট ডেস্ক: আগামী বছরের শুরুতেই নতুন সদস‍্য আসতে চলেছে বিরাট কোহলি (virat kohli) ও অনুষ্কা শর্মার (anushka sharma) পরিবারে। প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন অনুষ্কা। চলছে প্রেগনেন্সির শেষ পর্যায়। এবার বেবি বাম্প (baby bump) নিয়েই জনপ্রিয় ফ‍্যাশন ম‍্যাগাজিনের (magazine) জন‍্য ফটোশুট (photoshoot) সারলেন অনুষ্কা।

জনপ্রিয় ফ‍্যাশন ম‍্যাগাজিন ভগ ইন্ডিয়ার (vogue india) জন‍্য এই বিশেষ ফটোশুট করেন অনুষ্কা। ছবিটি নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার নিজের জন‍্য এই ফটো তোলা, সারা জীবনের জন‍্য।’ ছবিটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে গিয়েছে।

IMG 20201230 163643
কিছুদিন আগেই বাবার সঙ্গে মুম্বইয়ের রাস্তায় পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন অনুষ্কা। এদিন একটি সাদা গাউন ও ডেনিম জ‍্যাকেট পরে থাকতে দেখা যায় অভিনেত্রীকে। মুখ ঢাকা ছিল মাস্কে। গাড়ি থেকে নামার সময় পাপারাৎজির ক‍্যামেরার দিকেও তাকান অনুষ্কা। বিরাট ঘরনীর বেবি বাম্পের ছবিগুলি সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়।

https://www.instagram.com/p/CJaywc2ps9U/?igshid=hianv2bbbwod

আইপিএল চলাকালীন আরব আমিরশাহীতে স্বামী বিরাটের সঙ্গেই ছিলেন অনুষ্কা। মাঠে হাজির হয়ে বিরাটের টিমকে উৎসাহ দিতেও দেখা গিয়েছিল তাঁকে। দুবাই থেকে প্রায়ই সোশ‍্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে থাকেন অনুষ্কা।

https://www.instagram.com/p/CI2veiRpiAE/?igshid=ay3i9mbs8l0t

ডেলিভারির চার মাস পরেই ফের শুটিং সেটে ফিরবেন বলে জানিয়েছেন অনুষ্কা। সন্তান জন্মের পর যাতে তিনি শুটিং চালিয়ে যেতে পারেন সেভাবেই সব দিক সামলাবেন বলেও জানান তিনি। তবে অভিনয় ছাড়ার ইচ্ছা একেবারেই নেই অনুষ্কার, বরং শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের কাজ তিনি চালিয়ে যেতে চান বলেই জানান মম টু বি।

গর্ভাবস্থায়ও এই করোনা পরিস্থিতিতে শুটিং করেছেন অনুষ্কা। এই বিষয়ে তাঁর বক্তব‍্য, শুটিংয়ের সময় সকলে সঠিক নিয়ম মানছেন কিনা তা নজর রাখতেন তিনি। তাঁর কথা চিন্তা করে সেটের সকলে যে তাঁকে অত‍্যন্ত যত্ন ও নিরাপত্তা দিয়েছে তাতে তিনি খুবই খুশি। অনুষ্কার কথায়, এই ‘নিউ নর্মাল’ জীবনেই সবাইকে মানিয়ে নিতে হবে। কড়া নিরাপত্তা নিয়েই করোনার সঙ্গে যুদ্ধ করতে হবে সকলকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর