‘হারের পর তোমার চোখে জল দেখেছি’, টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার পর বিরাটকে নিয়ে বার্তা অনুষ্কার

বাংলাহান্ট ডেস্ক: গত বছর সেপ্টেম্বরে টি ২০ ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কের পদ ছেড়েছিলেন বিরাট কোহলি (virat kohli)। ১৫ জানুয়ারি, শনিবার টেস্ট ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়লেন তিনি। এর আগের বার স্বামীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাশে দাঁড়িয়েছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা (anushka sharma)। এবারেও ব‍্যতিক্রম হল না। বিরাট অধিনায়কত্ব ছাড়ার একদিন পর স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।

একটি ছবিতে প্রাণখোলা হাসি হাসতে দেখা যাচ্ছে বিরাটকে। অপর ছবিতে স্বামীর গালে চুম্বন করছেন অনুষ্কা। অভিনেত্রী লিখেছেন, ‘আমার মনে আছে ২০১৪ সালে তুমি আমাকে বলেছিলে যে মহেন্দ্র সিং ধোনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় তোমাকে অধিনায়ক করা হচ্ছে। আমার মনে আছে সেদিন এম এস, তুমি আর আমি আড্ডা দিচ্ছিলাম, তখন ধোনি মজা করে বলছিলেন এবার কত তাড়াতাড়ি তোমার দাড়ি পেকে যাবে। আমরা সবাই খুব হেসেছিলাম। সেদিন থেকে তোমার দাড়ি ধূসর হওয়া ছাড়াও আরো অনেক কিছু দেখেছি আমি। আমি তোমার বৃদ্ধি দেখেছি।’

Virat anushka 1
অনুষ্কা আরো লিখেছেন, ‘ভারতের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে তোমার বৃদ্ধি আর তোমার নেতৃত্বে দলের সাফল‍্য দেখে আমি গর্বিত। কিন্তু তোমার অন্তরে তুমি যে সাফল‍্য অর্জন করেছ তার জন‍্য আমি বেশি গর্বিত।’

অনুষ্কা লিখেছেন, “শুধু যে মাঠেই তুমি চ‍্যালেঞ্জের মুখোমুখি হয়েছ এমনটা নয়। কিন্তু এটাই তো জীবন তাই না? এমন এমন পরিস্থিতিতে পরীক্ষা নেয় যেখানে ভাবাও যায় না। কিন্তু সেটারই সবথেকে বেশি দরকার। তুমি যে সদিচ্ছার পথে কোনো বাধা আসতে দাওনি তার জন‍্য আমি গর্বিত। নিঝের সমস্ত শক্তিটুকু দিয়ে তুমি জয় আনার চেষ্টা করেছ। কয়েকটি হারের পর তোমার পাশে বসে তোমার চোখে জল দেখেছি আমি।”

অভিনেত্রীর মতে, কেউ নিখুঁত নয়। বিরাট সবসময় সঠিকের হয়ে কথা বলেছেন। সেটাই সবথেকে কঠিন। নিজের পদের প্রতি কোনো লোভ ছিল না তাঁর। অনুষ্কার কথায়, “এই সাত বছর ধরে যে যে শিক্ষাগুলো তুমি পেয়েছ সেটাই আমাদের মেয়ে তার বাবার মধ‍্যে খুঁজে নেবে।”

https://www.instagram.com/p/CYyUQ-ksZk8/?utm_medium=copy_link

প্রসঙ্গত, শনিবার সোশ‍্যাল মিডিয়ায় বিবৃতি নিয়ে টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদ ছাড়ার কথা ঘোষনা করেন বিরাট। বিবৃতিতে দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে বিশেষ ভাবে ধন‍্যবাদ জানিয়েছিলেন কোহলি। তবে বিবৃতিতে আলাদা করে নাম ছিল না বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ‍্যায়ের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর