বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত দুই বছর ধরে নিজের পরিচিত ছন্দের ধারে কাছে ছিলেন না বিরাট কোহলি। এক সময় যে ক্রিকেটার ব্যাট হাতে মাঠে নামলে ক্রিকেট ভক্তদের মধ্যে তর্কাতর্কি চলতো এই নিয়ে যে তিনি শতরান করবেন নাকি অর্ধশতরান, সেই ক্রিকেটারই গত দুই বছরে সমর্থকদের বারংবার হতাশ করেছিলেন। অনেক সমর্থকই তাকে এত খারাপ ফর্মের মধ্যে দিয়ে যেতে দেখে হতাশ হয়ে ভেবেছিলেন যে তার কেরিয়ারই হয়তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে চলেছে।
কিন্তু তিনি গত এশিয়া কাপ থেকে নিজের পরিচিত ছন্দ খুঁজে পেয়েছেন বিরাট। এশিয়া কাপে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। আফগানিস্তানের বিরুদ্ধে তিনি শতরান করেছিলেন। এরপর দুটি ঘরোয়া দ্বিপাক্ষিক সিরিজে ভালো পারফরম্যান্স করার পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও পরিচিত ছন্দে পাওয়া গিয়েছিল বিরাটকে। তিনি বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন এবং বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা করে নিয়েছিলেন।
ভারত যদিও এশিয়া কাপ এবং বিশ্বকাপ কোনওটাই জিততে পারেনি। কিন্তু বিরাট কোহলি কে ফর্মে ফিরে দেখে এবং পরের বছর ভারতের পার্টিতে বিশ্বকাপ আছে সেই কথা মনে করে অনেক ভক্তই কিছুটা ভরসা পাচ্ছেন। এবার নিজে ফর্মে ফেরার পর ভগবানকে ধন্যবাদ জানাতে সস্ত্রীক নৈনিতাল পাড়ি দিয়েছেন বিরাট।
নৈনিতালে বিখ্যাত হনুমান মন্দির ও আশ্রম কাঁইচি ধামে গিয়ে প্রার্থনা করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। ১৯৬০ সালে প্রখ্যাত সন্ন্যাসী শ্রী ‘নিম করোলি বাবার’ উদ্যোগে তৈরি এই আশ্রম পাহাড়, গাছপালা ও নদী দিয়ে ঘেরা এক মনোরম পরিবেশে তৈরি। সেখানে গিয়েই বজরংবলীর প্রার্থনায় রত হয়েছেন বিরাট।
নিজেদের সন্তান ভামিকাকে নিয়ে ওখানকার স্থানীয় মানুষ ও ক্রিকেটপ্রেমী ও বলিউড পাগল কিছু ভক্তের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে তাদের। সামনের সময়টা অনুস্কা শর্মার কেরিয়ারের পক্ষেও খুব গুরুত্বপূর্ণ। তার পরবর্তী সিনেমা চাকদা এক্সপ্রেসে তিনি কিংবদন্তি ভারতীয় পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করছেন।