Anushka Sharma: একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক, দীপিকার সঙ্গে তুলনা টানতেই তেড়ে গেলেন অনুষ্কা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের স্পষ্টবাদী অভিনেত্রীদের মধ্যে একজন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। এমনিতে ইন্ডাস্ট্রির গসিপ, বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়েই রাখেন তিনি। আর পাঁচজন নায়িকার মতো তাঁর নামে তেমন কোনো বিতর্ক জড়ায়নি। তবে যেকোনো বিষয়েই স্পষ্ট মতামত রাখতে পছন্দ করেন অভিনেত্রী। একবার সর্বসমক্ষেই দীপিকা পাডুকোন (Deepika Padukone) এবং সোনম কাপুরকে কটাক্ষ শানাতে দেখা গিয়েছিল তাঁকে।

মেজাজ হারান অনুষ্কা (Anushka Sharma)

বলিউডে নায়িকাদের মধ্যে ক্যাটফাইট নতুন নয়। সিনেমা থেকে শুরু করে সম্পর্ক, ব্যক্তিগত বিষয় নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে দেখা গিয়েছে অভিনেত্রীদের। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে, সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারিয়ে বিষ্ফোরক মন্তব্য করছেন অনুষ্কা (Anushka Sharma)। কেন এত রেগে গিয়েছিলেন অভিনেত্রী?

আরো পড়ুন: Kangana Ranaut: এত বদনাম রটেছে যে বিয়েই হচ্ছে না! ৩৮ ছুঁয়েও আইবুড়ো জীবন কাটাচ্ছেন কঙ্গনা

দীপিকাকে তীব্র কটাক্ষ অভিনেত্রীর

অনুষ্কাকে (Anushka Sharma) প্রশ্ন করা হয়েছিল, সোনম কাপুর বা দীপিকা পাডুকোনকে নিয়ে যেভাবে ইন্ডাস্ট্রিতে আলোচনা হয়, তাঁকে নিয়ে তেমন চর্চা হয় না কেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মেজাজ হারিয়ে ফেলেন অভিনেত্রী। তিনি বলে উঠেছিলেন, তিনি জানেন না। তিন বছর পরপর তিনটি হিট ছবি দেওয়ার পরেও কেন যে তাঁকে নিয়ে আলোচনা হয় না তা তিনি বুঝতেই পারেন না। তবে এতে তিনি খুশি। মানুষ তাঁদের গুণের কদর করে, তাই তাঁকে মনে রাখে। তাঁর পোশাক আশাক বা বিতর্কের কারণে তিনি চর্চায় থাকে না।

আরো পড়ুন: Kanchan Mallick: জুনিয়র ডাক্তারদের নিয়ে আলটপকা মন্তব্য, বোনাস বিতর্কে ট্রোল হয়েই ক্ষমা প্রার্থনা কাঞ্চনের

আসলে সে সময় দীপিকা পাডুকোন ছিলেন বিতর্কের শিরোনামে। রণবীর কাপুরের সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে। তারপরেই একসঙ্গে তাঁর নাম জড়ায় রণবীর সিং এবং ভারতীয় ক্রিকেট দলের তারকার সঙ্গে। ব্যক্তিগত জীবন নিয়ে সে সময় একটানা চর্চায় ছিলেন দীপিকা। অন্যদিকে ফ্যাশন, পোশাক আশাক নিয়ে অন্য অভিনেত্রীদের কটাক্ষ করে লাইমলাইটে উঠে এসেছিলেন সোনম কাপুরও। তাই এক তীরে দুই নায়িকাকেই বেঁধেন অনুষ্কা (Anushka Sharma)।

এখন অবশ্য বলিউড থেকে অনেকটাই দূরত্ব বাড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। স্বামী বিরাট কোহলি এবং দুই সন্তান নিয়ে সংসারেই মন দিয়েছেন তিনি। দীর্ঘদিন হয়ে গেল কোনো ছবিতেও দেখা যায় না অনুষ্কাকে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর

X