আধ্যাত্মিকতার পথে হাঁটতেই সাফল্য, আজ অসুস্থ শরীর নিয়ে শতরান করেছেন কোহলি! জানালেন অনুস্কা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli), বেশ কয়েক বছর আগে যখন নিজের কেরিয়ারের প্রাথমিক পর্যায়ে রয়েছেন, তখন তিনি সরাসরি জানিয়েছিলেন যে তিনি পূজা-পাঠ জাতীয় আচার কর্মে বিশ্বাস করেন না খুব একটা। তার হাবে-ভাবেও সেটা স্পষ্ট ছিল। এমনকি একটি জনপ্রিয় রিয়্যালিটি শো-তে গিয়ে তার ভারতীয় দলের (Team India) চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara) অতিরিক্ত পূজা আচ্ছা করার প্রবণতা নিয়ে হালকা খোঁচাও মেরেছিলেন তাকে।

কিন্তু কেরিয়ারের কঠিন সময়ে এসে বিরাট কোহলি ও আধ্যাত্মিকতার পথ বেছে নিয়েছেন। গত এক বছরে নিজের স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে একাধিকবার বিভিন্ন ধর্মস্থানে গিয়ে প্রার্থনা করতে দেখা গিয়েছে বিরাটকে। ঋষিকেশ, নৈনিতাল, বৃন্দাবন সহ আরও নানান জায়গায় যাত্রা করেছেন তিনি। বিরাট কোহলি নিজেও হয়তো উপলব্ধি করছিলেন যে টেস্ট ক্রিকেটে তিনি ক্রমে ক্রমে ভারতীয় দলের বোঝা হয়ে উঠছেন। তাই তৃতীয় টেস্ট ম্যাচ তিন দিনের শেষ হওয়ার পর নিজের স্ত্রী অনুস্কা শর্মার সাথে তিনি গিয়েছিলেন মধ্যপ্রদেশের উজ্জয়নীর বিখ্যাত মহাকালেশ্বর মন্দিরে।

এর আগে এই আধ্যাত্মিক যাত্রা করার পর ওডিআই ফরম্যাটে ম্যাজিকের মত নিজের পুরনো সাফল্যও ফিরে পেয়েছিলেন বিরাট। এবার টেস্টেও ঠিক তেমনটাই হল। ব্যাটিং বান্ধব পিচে রোহিত শর্মা, চেতেশ্বর পূজারার মতো তারকা ক্রিকেটাররাও সেট হয়ে নিজের উইকেট ছুড়ে এসেছিলেন। কিন্তু বিরাট কোহলি তেমনটা করেননি এবং দীর্ঘক্ষণ ব্যাট করে অস্ট্রেলিয়ার বোলারদের সামলে ১৮৬ রানের একটি অসাধারণ ইনিংস খেলেছেন, তাও শরীর খারাপ নিয়ে।

হ্যাঁ, শরীরে অস্বস্তি নিয়েই নিজের ২৮তম টেস্ট শতরান সম্পূর্ণ করেছেন বিরাট কোহলি। আহমেদাবাদ টেস্টের চতুর্থ দিন শেষে এই তথ্য প্রকাশ করেছেন তার স্ত্রী বলিউডের তারকা অভিনেত্রী অনুষ্কা শর্মা। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিরাট কোহলির একটি চিত্র শেয়ার করে লিখেছেন, “খারাপ শরীরের নিয়েও এত ঠান্ডা মাথায় খেললে। তুমি সব সময় আমাকে অনুপ্রাণিত করছো।”

anushka insta story

অনুষ্কা শর্মা এই তথ্য প্রকাশ করার পর আরও বেশি প্রশংসা হচ্ছে বিরাট কোহলির। ১২০৫ দিন তাকে অপেক্ষা করতে হয়েছে নিজের ২৭ থেকে ২৮ তম টেস্ট শতরানে পৌঁছতে। কিন্তু আজ তার জন্যই চতুর্থ টেস্ট জয় করা এখনো ভারতের পক্ষে অসম্ভব হয়ে যায়নি। যেভাবে ঠান্ডা মাথায় কোন ঝুঁকি না নিয়ে নিজের শতরান সম্পূর্ণ করেছিলেন এবং তারপরেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর মারাত্মক আক্রমণ করেছিলেন কোহলি, সেই গোটা বিষয়টার শরীর খারাপের মধ্যে দিয়ে জানার পর ক্রিকেটপ্রেমীনের তার ওপর শ্রদ্ধা আরও বেড়ে গিয়েছে।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর