ড্রাইভার কে উপহার ১২ লাখের গাড়ি! অনুষ্কার নিজের গাড়ির দাম কত জানেন?

বাংলা হান্ট ডেস্ক: বলিউড তারকা হোক টলিউড তারকা, সিনেমা জগৎ মানেই আমাদের চোখের সামনে ভেসে আসে এক বিলাসবহুল জীবন, দামী বাড়ি ও গাড়ি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন অনেক অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যাঁদের সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। এটা নতুন কিছু নয়।
আর তারা যে তাদের রোজগার থেকে মাঝে মাঝে চারিটি করে থাকে এটাও কোনো বড়ো বিষয় নয়।

বাহুবলী সিনেমার দেবসেনাকে মনে আছে নিশ্চয়ই? দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শেট্টি সম্প্রতি তাঁর গাড়ির চালকের জন্মদিনে একটি ১২ লক্ষ টাকা দামের গাড়ি উপহার দিয়েছেন। অনুষ্কা নিজেই বিলাসবহুল গাড়ি চড়তে ভালোবাসেন। ২১ লাখের টয়োটা করোলা থেকে ৬৬ লাখের বিএমডাব্ল‌ু আছে তাঁর গ্যারাজে।

40837

শুধু গাড়ি নয়, অনুষ্কার বাংলোটি চোখ ধাঁধিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। ১২ কোটির বাংলোয় থাকেন তিনি। তবে বিপুল সম্পত্তি থাকলেও অনুষ্কার ব্যবহার অত্যন্ত ভদ্র ও সাদাসিদে বলে জানিয়েছেন তাঁর পরিচিতরা।

সম্পর্কিত খবর