বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় টিম ইন্ডিয়ার অন্যতম সফল খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। এদিকে, কোচ হিসেবেও তিনি ভারতকে একাধিক ICC ট্রফি জিতিয়েছেন। তাঁর ২ পুত্রও ক্রিকেট খেলে। দ্রাবিড়ের ছোট ছেলে, অন্বয় দ্রাবিড় (Anvay Dravid) বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সম্প্রতি কর্ণাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করেছে। অন্যদিকে, গত মাসে অন্বয় বিনু মানকড় ট্রফিতে কর্ণাটকের অধিনায়কত্ব করেছিলেন। তবে এবার, তাঁকে একটি বড় টুর্নামেন্টের জন্য ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বড় সুযোগ পেলেন অন্বয় দ্রাবিড় (Anvay Dravid):
এই ভারতীয় দলে সুযোগ পেলেন দ্রাবিড় পুত্র: জানিয়ে রাখি যে, রাহুল দ্রাবিড়ের কনিষ্ঠ পুত্র, অন্বয় দ্রাবিড় (Anvay Dravid) বুধবার থেকে হায়দ্রাবাদে শুরু হওয়া পুরুষদের অনূর্ধ্ব-১৯ ওয়ান ডে চ্যালেঞ্জার ট্রফির জন্য নির্বাচিত হয়েছেন। এই টুর্নামেন্টটি প্রতি বছর সম্পন্ন হয় এবং তরুণ খেলোয়াড়দের তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ দেয়। সেখানে অন্বয়কে ৪ টি দলের টিম C-তে অন্তর্ভুক্ত করা হয়েছে। একজন টপ অর্ডার ব্যাটার তথা উইকেটরক্ষকের ভূমিকায় অন্বয় তাঁর দাপট দেখিয়েছেন। শুধু তাই নয়, তিনি তাঁর আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমেও সবার নজর কেড়েছেন। এই টুর্নামেন্টটি ২০২৫ সালের ৫ থেকে ১১ নভেম্বর হায়দ্রাবাদে সম্পন্ন হবে।

টিম C-র অধিনায়ক হলেন অ্যারন জর্জ। এছাড়াও, আরিয়ান যাদব হলেন সহ-অধিনায়ক। এই দলের প্রথম ম্যাচ শুক্রবার বেদান্ত ত্রিবেদীর নেতৃত্বাধীন টিম B-র বিরুদ্ধে। ওই ম্যাচে অন্বয় দ্রাবিড়কে (Anvay Dravid) খেলতে দেখা যেতে পারে। যেটি তাঁর জন্য নিঃসন্দেহে একটি বড় সুযোগ হিসেবে বিবেচিত হবে। এদিকে, রাহুল দ্রাবিড়ের বড় ছেলে, সামিত দ্রাবিড়ও একজন ব্যাটার। সামিত সম্প্রতি মহারাজা T20 কেএসসিএ ট্রফিতে টপ-অর্ডার ব্যাটার হিসেবে কয়েকটি ম্যাচ খেলেছেন।
অনূর্ধ্ব-১৯ ওয়ানডে চ্যালেঞ্জার ট্রফির জন্য সব দলের স্কোয়াড:
টিম A: বিহান মালহোত্রা (অধিনায়ক), অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), বংশ আচার্য, বালাজি রাও (উইকেটরক্ষক), লক্ষ্য রাইচান্দানি, বিনীত ভিকে, মার্কন্ডে পাঞ্চাল, সাত্ত্বিক দেশওয়াল,
ভি যশবীর, হেমচুডেশান জে, আর এস অম্বরীশ, হানি প্রতাপ সিং, বাসু দেবনী, যুধাজিৎ গুহ এবং ইশান সুদ।
আরও পড়ুন: তিনি কিংবদন্তি! কোহলির জন্মদিনে রইল ২২ টি “বিরাট” রেকর্ডের তালিকা
টিম B: বেদান্ত ত্রিবেদী (অধিনায়ক), হরবংশ সিং (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), ওয়াফি কুচি, সাগর বির্ক, সায়ান পল, বেদান্ত সিং চৌহান, প্রণব পন্ত, এহিত সালারিয়া (উইকেটরক্ষক), বিকে কিশোর, অনমলজিৎ সিং, নমন পুষ্পক, ডি দীপেশ, মোহাম্মদ মালিক, মোহাম্মদ ইয়াসিন সওদাগর এবং বৈভব শর্মা।
টিম C: অ্যারন জর্জ (অধিনায়ক), আরিয়ান যাদব (সহ-অধিনায়ক), অনিকেত চ্যাটার্জি, মণিকান্ত শিবানন্দ, রাহুল কুমার, যশ কাসওয়াঙ্কর, অনভয় দ্রাবিড় (উইকেটরক্ষক), যুবরাজ গোহিল (উইকেটরক্ষক), খিলান এ প্যাটেল, কনিষ্ক চৌহান, আয়ুষ শুক্লা, হেনিল প্যাটেল, লক্ষ্মণ পৃথি, রোহিত কুমার দাস এবং মোহিত উলভা।
টিম D: চন্দ্রহাস দাশ (অধিনায়ক), মৌল্যরাজসিংহ চাভদা (সহ-অধিনায়ক), শান্তনু সিং, অর্ণব বুগ্গা, অভিনব কানন, কুশাগ্র ওঝা, আরিয়ান সাকপাল (উইকেটরক্ষক), এ রাপোল (উইকেটরক্ষক), বিকাশ তিওয়ারি, মোহাম্মদ এনান, অয়ন আকরাম, উদ্ধব মোহন, আশুতোষ মাহিদা, এম তোশীত যাদব এবং সলিব তারিক।













