বাংলাহান্ট ডেস্কঃ বিহার পেরিয়ে এবার টার্গেট বাংলা। তৃণমূলের পাল্লা ভারী করতে দলে নাম লেখালেন সৈয়দ আসাউদ্দিন ওয়েইসির দল মিমের ‘প্রধানমুখ’ আনোয়ার পাশা (anwar pasha)। বিহার বিধানসভা নির্বাচনে ৫ টি আসনে জয়লাভ করে ওয়েইসির AIMIM। এরপর বাংলায় আসন দখলের লড়াইয়ে যোগ দিল ওয়েইসির মিম।
এদিন এক সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা ব্রাত্য বসু (bratya basu) জানালেন, তৃণমূলে যোগ দিলেন সৈয়দ আসাউদ্দিন ওয়েইসির দল মিমের ‘প্রধানমুখ’ আনোয়ার পাশা। এছাড়াও বিভিন্ন জেলা থেকে AIMIM-এর সদস্যরা তৃণমূলে এসে দলে দলে যোগ দিচ্ছেন।
বিহার নির্বাচনে ৫ টি আসন পেয়ে এবার বাংলায় সবুজ শিবিরের ক্ষমতা বৃদ্ধি করতে কোমর বেঁধে লেগে পড়েছে মিম। বিহারে মহাজোটের জয়ের পথে কাঁটা বিছিয়ে এবার বাংলার গেরুয়া শিবিরকে টেক্কা দিতে তৃণমূলের দলে নাম লেখালেন মিমের অন্যতম শীর্ষ নেতৃত্ব আনোয়ার পাশা।
আনোয়ার পাশা তৃণমূলে যোগদান করেই সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, ‘বাংলায় সব ধর্মের সহাবস্থানের মধ্যে বিভাজনের চেষ্টা চলছে। জোর করে ভোট ভেঙ্গে বিজেপি এসেছে বিহারে। এই গেরুয়া শক্তিকে বাংলায় আসতে দেওয়া যাবে না। তাই মমতা ব্যানার্জীর হাত শক্ত করুন’।