বাংলা হান্ট ডেস্ক : আইকনিক টিভি শো ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ (Kyunki Saaa bhi kabhi bahu thi)__তে সবিতা মনসুখ বিরানির ভূমিকায় অভিনয় করেছিলেন অপরা মেহতা (Apara Mehta)। সম্প্রতি অভিনেত্রী দাবী করেছেন যে তিনি স্মৃতি ইরানির (Smriti Irani) সাথে তিনি একমত। অভিনেত্রীর বিষ্ফোরক দাবি, শ্যুটিং সেটে যাওয়ার পর মিসক্যারেজ হয় তার। তিনি বলেন, টিভি শো-গুলির নির্দিষ্ট ব্যাঙ্কিং না থাকার কারণে এবং টেলিকাস্ট কপি নির্দিষ্ট সময়ে পাঠানোর প্রেশারের কারণে এই ঘটনা ঘটে।
এই প্রসঙ্গে অপরা মেহতা বলেন, স্মৃতি ইরানি তার দুই সন্তান জোহর এবং জোয়েশ ইরানির জন্মের সময়ও শ্যুট করেছেন। অভিনেত্রীর কথায়, ‘আমি জানি যে জোহরের জন্মের আগের দিন পর্যন্ত তিনি আমাদের সঙ্গে শ্যুটিং করেছিলেন এবং চতুর্থ দিনে ফিরে এসেছিলেন শ্যুটিং করতে। কারণ, একটাই। সকলেই নিরূপায়। তার মেয়ে জোয়েশের জন্মের পরেও সে কাজে ফিরে এসেছিল।’
বর্ষীয়ান এই অভিনেত্রীর দাবি, প্রতিটি মানুষকে তাদের ব্যক্তিগত জীবনকে এবং কর্মজীবনকে আলাদা করতে হবে। সিরিয়ালে কাজ করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। তবে অবাক করা বিষয় হল এই যে, তারকাদের অসুস্থতা নিয়েও কাজ চালিয়ে যেতে হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেই স্মৃতি ইরানি জানান, তার মিসক্যারেজের সময় ‘কিউকি সাস ভি কভি বহু থি’ টিমের তরফ থেকে ডাক পান তিনি। সেই অবস্থাতেও নাকি তাকে কাজে ফিরে যেতে বলা হয়েছিল।
আরও পড়ুন : ‘মুসলিম নামের কলঙ্ক’! বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতেই ধর্ম টেনে কটাক্ষ নুসরতকে
এই প্রসঙ্গে মেহতা বলেন, ‘আমি জানি স্মৃতি গর্ভপাতের কথা বলেছে। যখন এটি ঘটেছিল, তখন শোতে আমার চরিত্রটি ইতিমধ্যেই মারা গিয়েছিল। তবে আমি জানি কী ধরণের ব্যবহার আসে।’ সাথে তিনি এটাও বলেন ‘এই শিল্পে প্রতিশ্রুতির প্রয়োজন আছে। তবে আপনি ব্যক্তিগত কিছুর মধ্য দিয়ে যদি যান, তবে টিভিতে কাজ করা সত্যিই কঠিন। পুরো চেইনটি এমনভাবে উঠে যায়, যে আপনি একজনকে দোষ দিতে পারবেন না। কারণ, এটি একটি খুব দীর্ঘ চেইন এবং একটি দুষ্ট চক্র।’
আরও পড়ুন : সুশান্ত এখন অতীত, চুটিয়ে প্রেম করছেন রিয়া চক্রবর্তী! রইল প্রেমিকের পরিচয়
এইদিনের সাক্ষাৎকারে অপরা এটাও বলেন, ‘টিভির জন্য অভিনেতাদের বহু কিছু উৎসর্গ করতে হয়। সবকিছুর বাইরে, এবং এটি এভাবেই করতে হয়। সেই সময়ে কোনও শোতে ব্যাঙ্কিং সিস্টেম ছিল না। এখন মাঝেমধ্যে দুই-তিনটি পর্বের একটি ব্যাঙ্কিং থাকে। টেলিকাস্ট যেতেই হবে। আমরা সকলেই আমাদের জীবনে বিভিন্ন উত্থান-পতনের মধ্য দিয়ে গিয়েছি। তবুও আমরা শ্যুটিং করেছি এবং টেলিকাস্ট কপি চলে গিয়েছে।’