জন্মদাত্রী মায়ের চেয়ে কোনো অংশে কম নন, নিজে হাতে কেক খাইয়ে শাশুড়ি মায়ের জন্মদিন পালন অপরাজিতার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: হইহই করে শাশুড়ি মায়ের জন্মদিন পালন করলেন অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য (aparajita adhya)। চকোলেট কেক এনে নিজের হাতে মাকে খাইয়ে দিলেন তিনি। পরিবার পরিজনদের সঙ্গে ঘরোয়া সেলিব্রেশনের একগুচ্ছ ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

শাশুড়ি মাকে নিজের মায়ের থেকে আলাদা করে কখনো দেখেননি তিনি। পিতৃসম শ্বশুরমশাইয়ের চলে যাওয়ার পর থেকে আরো আগলে রেখেছেন শাশুড়ি মাকে। দূর্গা পুজোয় শাশুড়ি মাকে বান্ধবীদের সঙ্গে পাঠিয়ে ছিলেন রাশিয়া ঘুরতে। এবার তাঁর জন্মদিনও সেলিব্রেট করলেন অপরাজিতা।


চকোলেট কেক এনে বাড়িতেই ছিমছাম ভাবে সেলিব্রেশনের আয়োজন করেছিলেন অভিনেত্রী। নিজের হাতে মাকে কেক খাইয়ে দিতেও দেখা গেল তাঁকে। ছবিগুলি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মায়ের জন্মদিন’। অপরাজিতার অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মাকে।

https://www.instagram.com/p/CXMLOoavF3S/?utm_medium=copy_link

গত জুন মাসে শ্বশুরমশাইকে হারান অপরাজিতা। বাথরুমে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথা ঠুকে গিয়েছিল অভিনেত্রীর শ্বশুরমশাইয়ের। সম্ভবত তার থেকেই মস্তিস্কে রক্তক্ষরণ হতে থাকে। চিকিৎসা সঙ্গে সঙ্গে শুরু হলেও শেষরক্ষা হয়নি। শ্বশুরমশাইকে হারিয়ে ভেঙে পড়েছিলেন অপরাজিতা। শ্বশুরমশাইয়ের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘শ্বশুর মশাই আজ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। আমার আর বাবা বলে ডাকার কেউ রইল না।’

খুব কম বয়সে পিতৃহারা হয়েছিলেন অপরাজিতা আঢ‍্য। তারপর থেকে মা ই একা হাতে মানুষ করেছেন তাঁদের দুই ভাই বোনকে। অল্প বয়সে বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে এসে বাবা ডাকার একজন মানুষ পেয়েছিলেন অপরাজিতা। শ্বশুরমশাই তাঁর বাবার অভাব পূরণ করে দিয়েছিলেন। এখন নিজের জন্মদাত্রী মা ও শাশুড়ি মা দুজনেরই দায়িত্ব সমান ভাবে পালন করেন মেয়ে অপরাজিতা।

সম্পর্কিত খবর

X