কোমর ছাপানো চুল এক নিমেষে উধাও! ২৫ বছর পর অপরাজিতার লুক পরিবর্তনে অবাক নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: কোমর ছাড়িয়ে গিয়েছিল তাঁর ঘন কালো চুলের বহর। শাড়ি হোক বা ওয়েস্টার্ন পোশাক, তাঁর সাজের শোভা বাড়িয়ে দিত মেঘবরণ কেশ। অপরাজিতা আঢ‍্যর (aparajita adhya) লুকের সঙ্গেই ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছিল তাঁর সুন্দর একঢাল চাল। দীর্ঘ ২৫ বছর ধরে যত্নে বড় করা। কিন্তু এক নিমেষে কাঁচি চালিয়ে চুল ছোট করে ফেললেন অভিনেত্রী!

অপরাজিতার ইনস্টা হ‍্যান্ডেলের পাতায় তাঁর নতুন লুকের ছবি ভাইরাল। কোমর ছাপানো চুল এখন এসে ঠেকেছে কাঁধে। হাসিমুখে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘২৫ বছর পর চুল কাটলাম’। অপরাজিতার এই নতুন লুক দেখে হতবাক নেটপাড়ার বাসিন্দারা। অমন সুন্দর লম্বা চুল কেটে ফেললেন! স্পষ্টতই হতাশা জাহির করেছেন অনেকে। আবার কয়েকজনের বক্তব‍্য, সব সাজেই অপূর্ব দেখায় অপরাজিতাকে।


কিন্তু গত ২৫ বছরে যে কাজ করেননি তা এখন কেন করলেন অভিনেত্রী? উত্তরে তিনি জানালেন, করোনার জন‍্যই চুল কেটে ফেলতে বাধ‍্য হয়েছেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর প্রচুর পরিমাণে চুল উঠছিল অপরাজিতার। এখন আবার নতুন চুল গজাতে শুরু করেছে। আগের লম্বা চুল আর এখনকার ছোট চুলের সামঞ্জস‍্য হচ্ছে না। তাই পুরোটাই কেটে ফেলেছেন।

এতদিনের যত্নে বড় করা চুল কেটে ফেলতে কষ্ট হয়েছিল বইকি! তবে এখন আর অতটাও মন খারাপ নেই অভিনেত্রীর। খুব তাড়াতাড়িই বড় হয়ে যায় তাঁর চুল। তাই আগের মতো লম্বা হতে বেশিদিন সময় লাগবে না বলেই আশা করছেন অপরাজিতা।

https://www.instagram.com/p/CUK2Ahhvnzu/?utm_medium=copy_link

টলিউডের অন‍্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ‍্য। সিরিয়াল থেকে সিনেমা সবেতেই দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা যায় তাঁকে। আট থেকে আশি, অপরাজিতার অভিনয় ও মিষ্টি স্বভাবের ভক্ত সকলেই।

X