মহারাজের কারণেই নতুন সুপারস্টার পেল ভারত, বড়বড় দিজ্ঞজদের হবে চিন্তার কারণ

বাংলা হান্ট ডেস্কঃ ভেঙ্কটেশ আইয়ার এমন একজন খেলোয়াড় যিনি কেকেআরের হয়ে এখনও মাত্র দুটি ম্যাচ খেলেছেন ঠিকই কিন্তু মাত্র দুটি ইনিংসেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন তিনি। মুম্বাইয়ের দুরন্ত বোলিং অ্যাটাকের সামনে অপরাজিত ৫৩ এবং আরসিবির বিরুদ্ধে ৪১ রানের ইনিংস খেলে সকলের মন জয় করে নিয়েছেন এই বাঁহাতি ওপেনার। এবার এই ব্যাটসম্যান নিজেই জানালেন তার এই বাঁহাতি ব্যাটিং এবং ক্রিকেটের প্রতি ভালবাসা গড়ে ওঠারত পিছনে একটি মানুষের ভূমিকা সর্বাধিক তিনি প্রাক্তন ভারত অধিনায়ক তথা বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

ভেঙ্কটেশ জানান, তিনি একজন বড় দাদা ভক্ত। শুধু তাই নয় দাদা কেকেআর অধিনায়ক ছিলেন বলেই কেকেআরের হয়ে খেলতে চয়েছিলেন তিনি। এমনকি তার বাঁ হাতে ব্যাট তুলে নেওয়ার পিছনেও রয়েছে সৌরভের প্রতি এই ভালবাসা। ভেঙ্কটেশ বলেন , ‘KKR হল প্রথম ফ্র্যাঞ্চাইজি যার সঙ্গে আমি যুক্ত হতে চেয়েছিলাম কারণ দাদা শুরুতে এই দলের অধিনায়ক ছিলেন। সত্যি কথা বলতে, এটা আমার জন্য একটি স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত।“

তার সংযোজন, ‘আমি দাদার বড় ভক্ত। সারা বিশ্বে তার কোটি কোটি ভক্ত থাকবে এবং আমি তাদের একজন। দাদা আমার ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যখন আমি খুব ছোট ছিলাম, আমি ডান হাত দিয়ে ব্যাট করতাম কিন্তু দাদাকে দেখে আমি চেয়েছিলাম ঠিক সেই ভাবে খেলতে , যেভাবে তিনি ছক্কা মারতেন , যেভাবে তিনি ব্যাটিং করতেন।“

IMG 20210923 225906

তিনি আরও জানান পুরো লকডাউন জুড়ে সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি অবশেষে সেই সুযোগ তার কাছে এসেছে এখন এর পুরো ফায়দা তুলতে চান তিনি। পরবর্তী প্রজন্মের বহু ক্রিকেটারদের কাছেই ভগবানের মতো হয়ে উঠেছেন শচীন-সৌরভ। একবার সামনে এলো এমনই এক ফ্যানের কথা তবে আপাতত নিজেও তিনি রীতিমতো বিধ্বংসী যাত্রা শুরু করেছেন আইপিএলের মঞ্চে।

Sourav

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর